North Dinajpur News: আচমকাই ভেঙে গেল ঘুম, কানের পাশে হিস হিস শব্দ, শিরদাঁড়া বেয়ে নেমে গেল ঠান্ডা স্রোত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
এই সাপ ঘুমন্ত মানুষের বিছানায় উঠে আসে ঘামের গন্ধ নিতে
রায়গঞ্জ: রাতের অন্ধকারে হিস হিস শব্দ! উদ্ধার মারাত্মক বিষধর বিরাট কৃষ্ণ কালাচ সাপ। আতঙ্কে ঘুম ছুটেছে পরিবারের। জানা যায়, সোমবার রাতে রায়গঞ্জ লাগোয়া বনপাহাড়িতে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের শিক্ষা কর্মী চন্দন চক্রবর্তী নিজের বাড়িতে একটি সাপ দেখতে পান। খবর দেন পশুপ্রেমী সংগঠনকে। তাঁরা এসে সাপটি উদ্ধার করেন।
পশুপ্রেমী সংগঠনের সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, ” আমরা চন্দনবাবুর ফোন পেয়ে অনুষ চক্রবর্তী ও কৌস্তুভ চক্রবর্তী নামের ২জনকে সাপ উদ্ধারে পাঠাই। সাপটি মারাত্মক বিষধর কৃষ্ণ কালাচ (Lesser Black Krait)।” গৌতমবাবুর দাবি, রায়গঞ্জ বা এই অঞ্চলে এই প্রথম এই সাপ উদ্ধার হল। এরা মারাত্মক বিষধর প্রজাতির সাপ। আপাত লাজুক প্রকৃতির এই সাপ সাধারণত মানুষের সামনে আসে না। এটি একটি ফণাহীন সাপ। ঘুমন্ত মানুষকে কামড় দেয় বলে এই সাপকে ঘামচাটা সাপও বলা হয়। প্রচলিত আছে এই সাপ ঘুমন্ত মানুষের বিছানায় উঠে আসে ঘামের গন্ধ নিতে।
advertisement
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 6:43 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: আচমকাই ভেঙে গেল ঘুম, কানের পাশে হিস হিস শব্দ, শিরদাঁড়া বেয়ে নেমে গেল ঠান্ডা স্রোত