King Cobra: রাত যত বাড়ছে, ততই বাড়ছে ফোঁস ফোঁস শব্দ! কাছে যেতেই যা কাণ্ড হল..
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
King Cobra: ফের ডুয়ার্সে বিশালাকার কিং কোবরা সাপ উদ্ধার করা হল
জলপাইগুড়ি: ফের ডুয়ার্সে বিশালাকার কিং কোবরা সাপ উদ্ধার করা হল। মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরার একটি বেসরকারি রিসর্ট থেকে ওই কিং কোবরা টি উদ্ধার করা হয়। চালসার সর্প প্রেমী যুবক দিবস রাই এসে সেটিকে উদ্ধার করে।
রিসর্টের কর্মীরা কিং কোবরা টিকে রিসর্টের ভিতরে ঘোরাফেরা করতে দেখে। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন সকলই। রাতেই খবর দেওয়া হয় দিবসকে। দিবস এসে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় কিং কোবরা টিকে উদ্ধার করে বস্তা বন্দী করে।
advertisement
advertisement
কিং কোবরা টি লম্বায় প্রায় ১২ ফুট। সাপটি সুস্থ আছে। বন দফতরে সাহায্যে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য,ওই রিসর্টের পাশেই আছে গরুমারা জঙ্গল। ওই জঙ্গল থেকেই কিং কোবরাটি রিসর্টে এসেছে বলে সকলের ধারণা। এদিন কিং কোবরার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় সেটিকে দেখতে।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 6:23 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
King Cobra: রাত যত বাড়ছে, ততই বাড়ছে ফোঁস ফোঁস শব্দ! কাছে যেতেই যা কাণ্ড হল..