TRENDING:

Siliguri News: শহরজুড়ে ১০০টি সিসি ক্যামেরা বসাচ্ছে শিলিগুড়ি পুরনিগম

Last Updated:

শিলিগুড়ি শহরের নিরাপত্তার স্বার্থে বেসরকারি বহুজাতিক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ১০০টি সিসি ক্যামেরা বসাচ্ছে শিলিগুড়ি পুরনিগম। বুধবার থেকে এই কাজের সমীক্ষাও শুরু হয়ে যাবে। ওই সংস্থার সঙ্গে পুলিশ, মহকুমা প্রশাসন এবং পুরনিগমের আধিকারিকরা যৌথ সমীক্ষা করে মেয়রকে রিপোর্ট দেবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : শিলিগুড়ি শহরের নিরাপত্তার স্বার্থে বেসরকারি বহুজাতিক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ১০০টি সিসি ক্যামেরা বসাচ্ছে শিলিগুড়ি পুরনিগম। বুধবার থেকে এই কাজের সমীক্ষাও শুরু হয়ে যাবে। ওই সংস্থার সঙ্গে পুলিশ, মহকুমা প্রশাসন এবং পুরনিগমের আধিকারিকরা যৌথ সমীক্ষা করে মেয়রকে রিপোর্ট দেবেন। এরপরেই সিসি ক্যামেরা বসানোর কাজ করা হবে। যেই এলাকায় প্রয়োজন, সেই এলাকায় খুঁটি পুঁতে ক্যামেরা বসাবে ওই সংস্থা। সারা বছর ক্যামেরাগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে তাঁদের ওপরেই। শিলিগুড়ি পুরনিগমে সব পক্ষকে নিয়ে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেয়র গৌতম দেব।
advertisement

তিনি বলেন, ‘একটি সংস্থা শহরে ক্যামেরা বসাতে চাইছে। আমরা আলোচনা করেছি। সমীক্ষা হবে। তারপর ঠিক হবে কোথায় কোথায় ক্যামেরা বসবে।” সম্প্রতি একটি বহুজাতিক সংস্থা শিলিগুড়িতে তাঁদের মোবাইল ফোন নেটওয়ার্কের টাওয়ার বসানোর ইচ্ছা প্রকাশ করে পুরনিগমের সঙ্গে যোগাযোগ করে। ওই সময় তাঁরা শহরে সিসি ক্যামেরা বসানোর কথাও জানিয়েছে পুরণিগমকে এরপরই পুরণিগম সিদ্ধান্ত নেয়, সমস্ত দফতরকে নিয়ে আলোচনা হবে। সেই অনুযায়ী বহুজাতিক সংস্থার প্রতিনিধি, পুলিশ, মহকুমা শাসক, পুরনিগমের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মেয়র।

advertisement

আরও পড়ুনঃ শিলিগুড়িতে বড়দিনের আগে চার্লি সেট বানানোর প্রস্তুতি তুঙ্গে

শিলিগুড়ি পুলিশের পক্ষে ডিসি (সদর) জয় টুডুও বৈঠকে ছিলেন। বৈঠকে প্রাথমিক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, বুধবার যৌথ সমীক্ষা হবে এদিকে আগে থেকেই শহরে শিলিগুড়ি পুলিশ, পুরনিগম এবং এসজেডিএ'র তরফে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানো রয়েছে। অনেক জায়গায় সেই ক্যামেরাগুলি খারাপ হয়েও পড়ে রয়েছে। বিশেষ করে এসজেডিএ'র বসানো ক্যামেরাগুলির অবস্থা বেহাল। পুলিশের বসানো ক্যামেরাগুলি পুলিশের তরফেই রক্ষণাবেক্ষণ করা হয়। শিলিগুড়ি থানার ওপরে থাকা কন্ট্রোল রুম থেকে এই ক্যামেরাগুলি মনিটর করা হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ গন্ডার মোড়ে স্কুটি-বাসের সরাসরি ধাক্কা! বাস ভাঙচুর করে পথ অবরোধ

আগামীদিনে যে ক্যামেরাগুলি বসানো হবে, সেগুলিও শিলিগুড়ি পুলিশের মনিটরিং সেল থেকেই মনিটর করা হবে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে। এবার ক্যামেরাগুলি শহরে গুরুত্বপূর্ণ মোড়, পাড়া এলাকায় বসানো হতে পারে। সেই অনুযায়ী কোথায় কোথায় সেগুলি বসানো যেতে পারে। পুলিশের কোথায় ক্যামেরা দরকার সেই অনুযায়ী পুলিশের থেকে একটি তালিকা তৈরি করে পাঠানো হবে পুর নিগমে। মহকুমা প্রশাসনের থেকেও একটি তালিকা চেয়ে পাঠানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শহরজুড়ে ১০০টি সিসি ক্যামেরা বসাচ্ছে শিলিগুড়ি পুরনিগম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল