আরও পড়ুন Murshidabad Food: ফুচকায় ব্যাপক চমক! খিদে মিটবে কী, দেখেই তাক লাগবে
সেই মত এবছরও ৫ম দার্জিলিং সরস মেলায় দার্জিলিং, মালদা, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া থেকে শুরু করে দেশের অন্যান্য রাজ্য থেকেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় উপস্থিত হয়েছে, এবছর সরস মেলায় প্রায় ৬০টির ওপর স্টল বসেছে। এদিন প্রদীপ জ্বালিয়ে মধ্যদিয়ে সরস মেলার উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দার্জিলিং জেলা শাসক এস.পুলাম্বালাম, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য অতিথিরা।
advertisement
আরও পড়ুন Alipurduar News: বাইকের সামনেই দাঁড়িয়ে দাঁতাল! ব্রেক মারতেই যা ঘটল...
সরস মেলায় আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের তৈরি সামগ্রী বিক্রি করে লাভ করবেন বলে আশাবাদী। মালদার এক ব্যবসায়ী জানান, মালদার আমসত্ত্ব মুড়ি আচার বিখ্যাত রস কদম সমস্ত কিছু নিয়েই তারা এবারে শিলিগুড়িতে এসেছেন। ২০১৮ সাল থেকেই তারা এই মেলাতে আসছেন। বিগত দু বছর কোভিডজনিত কারণে মেলাও হয়নি তাই তাদের আসা হয়নি তবে এ বছর এসে তারা অত্যন্ত খুশি এবং তারা আশাবাদী ভাল ব্যবসা করেই বাড়ি ফিরবে।
অনির্বাণ রায়