Alipurduar News: বাইকের সামনেই দাঁড়িয়ে দাঁতাল! ব্রেক মারতেই যা ঘটল...

Last Updated:

কপাল জোড়ে এ যাত্রায় প্রাণে রক্ষা পেলেন বলে জানান শুভম।

+
আহত

আহত যুবক শুভম 

#আলিপুরদুয়ার: হাতির সঙ্গে বাইক নিয়ে পাঙ্গা।অবশেষে হাতিকে বাইক দিয়ে পালিয়ে বাঁচলেন এক যুবক।ঘটনাটি রাজাভাতখাওয়া এলাকার। আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া এলাকাটি জঙ্গল দিয়ে ঘেরা।জঙ্গলের বুক চিড়ে চলে গিয়েছে রাস্তা।শুধু তাই নয় এই এলাকায় হাতি,বাইসনের মতো বন্য জন্তুদের রাস্তা পারাপার হতে মাঝেমধ্যে দেখা যায়।
আরও পড়ুন Jalpaiguri News: জলপাইগুড়ির মালবাজারে মৌমাছির আক্রমণে হাসপাতালেই ভর্তি হতে হল ২ পড়ুয়াকে
বাইক চালক সহ অন্যান্য গাড়ি চালকদের এই রাস্তায় যখন তখন দাঁড়িয়ে পড়া বারণ রয়েছে বন দফতরের পক্ষ থেকে।নির্দিষ্ট গতিতে গাড়ি চালানোর বিষয়ে সতর্ক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শুভম রাউত নামের এক যুবক রাজাভাতখাওয়া থেকে কালচিনির দিকে ফিরছিলেন।শিকারি রেলগেটের সামনে মোবাইলে ফোন আসায় তিনি দাঁড়িয়ে যান।বাড়ির ফোন আসায় কথা বলে নেন তিনি।ফোন রেখে বাইক স্টার্ট দিতে যাবেন এমন সময় বিপত্তি।পেছন দিক থেকে এক বুনো হাতি সজোরে ধাক্কা দেয় তার বাইকে।টাল সামলাতে না পেড়ে শুভম পড়ে যান মাটিতে। তাও আবার উঠে বাইক নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি।
advertisement
আরও পড়ুন Purulia News : মাঠ পাল্টাতে গিয়ে তৈরি হচ্ছে জটিলতা!
কিন্তু ততক্ষণে হাতি শুঁড় দিয়ে টেনে ধরেছে তার বাইক।এই অবস্থায় বাইক হাতিকে দিয়ে কোনওমতে সেখান থেকে পালিয়ে লোকালয়ে চলে আসেন শুভম। রক্তাক্ত শুভমকে দেখে এলাকাবাসীরা তাকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।শুভমের কোমর ও পায়ে আঘাত লেগেছে।বর্তমানে তার সেখানে চিকিৎসা চলছে।অসহ্য যন্ত্রণায় কাতরাতে দেখা যায় শুভমকে।এদিকে শুভমের খবর পেয়ে চলে আসেন তার বাড়ির লোকজন।কপাল জোড়ে এ যাত্রায় প্রাণে রক্ষা পেলেন বলে জানান শুভম।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বাইকের সামনেই দাঁড়িয়ে দাঁতাল! ব্রেক মারতেই যা ঘটল...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement