Jalpaiguri News: জলপাইগুড়ির মালবাজারে মৌমাছির আক্রমণে হাসপাতালেই ভর্তি হতে হল ২ পড়ুয়াকে

Last Updated:

যগতকাল দুপুরে মালবাজার মহকুমার গজলডোবা সাত নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। 

#জলপাইগুড়ি: মৌমাছির আক্রমণে আহত ১৫ থেকে ১৬ জন পড়ুয়া। পাশাপাশি আহত হয়ে ২ জন শিক্ষকও। গতকাল দুপুরে মালবাজার মহকুমার গজলডোবা সাত নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। গতকাল, শনিবার, স্কুল চলাকালীন স্কুলের জানালা দিয়ে এক ঝাঁক মৌমাছি ঢুকে পড়ে এই স্কুলের ক্লাস রুমে। কিছু বোঝার আগেই ছাত্রছাত্রীদের আক্রমণ করে মৌমাছির দল। স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীদের সাহায্য করতে এগিয়ে এলে তাদেরকে আক্রমণ করে মৌমাছি। এরপর ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
সব ঠিকঠাকই চলছিল৷ হঠাৎ রাতের দিকে কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর রাতেই এক জন ছাত্র এবং এক জন ছাত্রীকে ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বর্তমানে দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন দুই ছাত্রের নাম কুলদীপ মজুমদার (১০) এবং ছাত্রী রায় কশোরী কির্তনীয়া(৮)।
advertisement
advertisement
দু’জনের বাড়ি গাজলডোবার সাত নম্বর কলোনীতে। এই দুই ছাত্রছাত্রীর মা দীপিকা মজুমদার এবং শেফালি কির্তনীয়া বলেন, সম্ভবত স্কুলের বাইরে কোনও গাছে মৌমাছির চাক রয়েছে। সেই চাকে কোনও পাখি ঠোকর দিতেই মৌমাছির দল স্কুলের মধ্যে ঢুকে যায়। তাদের আরও বক্তব্য গতকাল বিকেল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু রাত হতেই অসুস্থ্য হয়ে পড়ে এই দুইজন ছাত্র। তাই রাতেই হাসপাতালে ভর্তি করতে হয়। তারা জানিয়েছেন যে বাকি ছাত্রছাত্রীরা সুস্থ রয়েছে৷
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জলপাইগুড়ির মালবাজারে মৌমাছির আক্রমণে হাসপাতালেই ভর্তি হতে হল ২ পড়ুয়াকে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement