Nadia News: গাড়ির বেপরোয়া গতি, পরিণতি হল মর্মান্তিক

Last Updated:

গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটল এই ঘটনা, শোকের ছায়া শান্তিপুরে, ঘটনাটি নদিয়ার শান্তিপুর ফুলিয়ার উদয়পুরের ৩৪ নম্বর জাতীয় সড়কের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ

শান্তিপুর থানা
শান্তিপুর থানা
#শান্তিপুর: আবারও বেপরোয়া গাড়ি চালানোর ফলে পথ দুর্ঘটনায় বলি এক ব্যক্তি। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়, একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হল এক মোটর ভ্যান চালকের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ফুলিয়ার উদয়পুরের ৩৪ নম্বর জাতীয় সড়কের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। রাতেই ঘটনস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
সূত্রের খবর নদিয়ার নবদ্বীপের বাহিরচর এলাকার বাসিন্দা মতিউর রহমান তার ইঞ্জিনভ্যান নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে দাঁড়িয়েছিলেন। তখনই সামনের দিক দিয়ে একটি চরচাকা গাড়ি তাকে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে এসে ধাক্কা মারে, সজোরে ধাক্কা মারার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটর ভ্যান চালকের। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে খবর দেয় শান্তিপুর থানায়, ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এরপর গতকাল রাতেই ব্যক্তির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
advertisement
advertisement
যদিও রাতেই খবর দেওয়া হয় পরিবারকে, শনিবার শান্তিপুর থানায় এসে পৌঁছায় মৃত ব্যক্তির পরিবারের লোকজন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। তবে ঘটনাস্থল ছেড়ে পলাতক হয়ে যায় ঘাতক গাড়ির চালক, এমনটাই জানা যায় স্থানীয় সূত্রে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
প্রসঙ্গত, দিনের পর দিন বেড়েই চলেছে জেলায় পথদুর্ঘটনা। প্রশাসনের একাধিক সচেতনতার পরেও বেশ কিছু সংখ্যক গাড়ি চালক ট্রাফিক আইন অমান্য করে অথবা বেপরোয়া গাড়ি চালানোর ফলে প্রাণ হারাচ্ছেন প্রায় দিনই একাধিক ব্যক্তি। সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির ফলে পথ দুর্ঘটনা বেশ খানিকটা নিয়ন্ত্রণে এলেও, এখনও অসতর্ক রয়েছেন কিছু সংখ্যক মানুষ। আবারও বেপরোয়া গাড়ি চালানোর ফলেই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি নদিয়ার শান্তিপুরে, এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: গাড়ির বেপরোয়া গতি, পরিণতি হল মর্মান্তিক
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement