অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগম ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সহযোগিতায় শিলিগুড়ির বিধানরোড, সেভক রোড, এসএফ রোড, হিলকার্ট রোডে শতাধিক ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। তবে এবার শিলিগুড়ি শহরের সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে কমিশনারেট। শহরে প্রবেশ ও বেরোনোর অর্থাৎ ট্রানজিট পয়েন্টগুলোতে সিসি ক্যামেরার বসানোর উদ্যোগ নিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ শহর জুড়ে খোলা তারের আতঙ্ক! শুরু আন্ডারগ্রাউন্ড ওয়ারিংয়ের কাজ
শিলিগুড়ি নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, ঘোষপুকুর, আমবাড়ি, রাজগঞ্জের গন্ডার মোড়, শালবাড়ির মতো সীমান্ত এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। তবে ওই সব এলাকায় আরও সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।
আরও পড়ুনঃ প্লাস্টিক নিষিদ্ধ হতে বাড়ল কাগজের ঠোঙার চাহিদা
তিনি বলেন, \"শহর জুড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আরও ক্যামেরা বসানো হবে। এদিন ৮৮ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। তার মধ্যে ২৩ টি বুলেট ক্যামেরা। আমরা শহরের সীমান্ত এলাকায় বিশেষ নজরদারির জন্য আরও সিসি ক্যামেরা বসানো হবে। শুধু অপরাধ দমনে নয়, যানজট নিয়ন্ত্রণ ও দূর্ঘটনার বিষয়েও সিসি ক্যামেরার নজরদারি অনেকটাই সহায়ক হয়।\"
Anirban Roy