TRENDING:

Durga Puja 2023: ১৪ ইঞ্চির কাগজের দুর্গা প্রতিমা! শিলিগুড়ির মণ্ডপে নতুন চমক

Last Updated:

Durga Puja 2023: দেবী দুর্গাকে আলাদা রূপ দেওয়ার ভাবনা ছিল অনুপমের। সেই অনুযায়ী কাগজের মধ্যে দেবী দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর, সিংহ তৈরি করেছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ছোট থেকেই আঁকতে ভালবাসেন অনুপম। যে কোনও উপকরণ দিয়ে নিত্যনতুন জিনিস তৈরির খেয়ালে থাকেন সর্বক্ষণ। সেখান থেকেই মাথায় আসে দুর্গা প্রতিমা তৈরির চিন্তা। নিজের প্রচেষ্টায় আর ঈশ্বর প্রদত্ত প্রতিভায় ভর করে কাগজ দিয়ে ১৪ ইঞ্চির দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল শিলিগুড়ির অনুপম বণিক।খুব ছোট্ট থেকেই একটা শিল্পীভাব তাঁর মধ্যে ফুটে উঠেছে নানা কাজের মধ্য দিয়েই। বছর কয়েক ধরে অনুপম দুর্গা পুজোর সময় নানা জিনিস দিয়ে দুর্গাপ্রতিমা গড়ে তুলে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাই এ বার দেবী দুর্গাকে আলাদা রূপ দেওয়ার ভাবনা নিয়েছিলেন অনুপম।
advertisement

শিলিগুড়ি মার্গারেট স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র অনুপম। তার আঁকার ক্ষমতা যেন ঈশ্বরপ্রদত্ত আর মাটি, কাগজ এবং অন্যান্য সামগ্রী দিয়ে তিনি কিছু না কিছু বানিয়েই চলেছেন আপন খেয়ালে। দশ বছর বয়স থেকেই অনুপম মূর্তি বানিয়ে আসছেন। তবে প্রথমবার তিনি কালী ঠাকুরের মূর্তি বানিয়েছিলেন। এ বার তিনি প্রতিমা গড়েছেন কাগজ দিয়ে। শুধু দুর্গা প্রতিমা নয়, সপরিবার দুর্গা তিনি গড়েছেন কাগজ দিয়ে একচালার উপরেই। এ বার দেবী দুর্গাকে আলাদা রূপ দেওয়ার ভাবনা ছিল অনুপমের। সেই অনুযায়ী কাগজের মধ্যে দেবী দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর, সিংহ তৈরি করেছেন তিনি। সব মিলিয়ে মোট দু’মাস সময় লেগেছিল তাঁর এগুলি তৈরি করতে। প্রতিমার বাজেট সর্বসাকুল্যে ৭০০ টাকা।

advertisement

আরও পড়ুন: নদীর পাড়ে বসেই তিস্তার টাটকা বোরোলির ঝাল! পর্যটকদের জন্য আরও পদ রয়েছে এই ‘হেঁশেলে’

আরও পড়ুন: নারকেল নাড়ু কিংবা রসগোল্লা নয়, এবার পুজোতে বাঙালির মন মজেছে কালাকান্দে

View More

অনুপম বলেন, “আমার ছোটবেলা থেকেই ঠাকুর বানাতে ভাল লাগে৷ এ বছর কাগজ দিয়ে বানিয়েছি। ১৪ ইঞ্চির দুর্গা প্রতিমা এ বার সেন্ট্রাল কলোনির পুজো মণ্ডপে পূজিত হবে এবং দর্শনার্থীদের জন্য মডেল হিসাবে রাখা হবে সেখানে।” তাঁর কাজের জন্য খুশি পরিবারের সদস্যরাও। অনুপম আরও বলেন, “আমি সাইন্স নিয়ে পড়াশোনা করছি ভবিষ্যতে আর্কিটেকচার বা ইন্টিরিয়ার ডিজাইন নিয়ে পড়তে পারলে আমি ভীষণ খুশি হব।” আগামী দিনে ভাল হাতের কাজ শিখে অনুপম যাতে বড় শিল্পী হতে পারে, সেই আশায় রয়েছেন পরিবারের সকলে।

advertisement

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal, বাঙালির দুর্গাপূজা 2023

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Durga Puja 2023: ১৪ ইঞ্চির কাগজের দুর্গা প্রতিমা! শিলিগুড়ির মণ্ডপে নতুন চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল