TRENDING:

Purulia News:  পঞ্চায়েত ভোটের আগেই বেহাল রাস্তা ও সেতু সারাইয়ের দাবি

Last Updated:

প্রতি ভোটের আগে রাস্তা ও সেতু সারাইয়ের প্রতিশ্রুতি দিলেও তারপর কাজের কাজ কিছু হয় না। অথচ এই রাস্তার উপর নির্ভর করেই জয়পুর, রাঁচি, ধানবাদ, বোকারো যাওয়ার জন্য ট্রেন ধরতে হয় গ্রামের মানুষদের ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আড়শা ব্লকের গুরুত্বপূর্ণ রাস্তা ও সেতুর। এখানকার পলপল মোড় থেকে জয়পুর যাওয়ার সহজ পথ হল জয়পুর নদী পারাপার করে চলে যাওয়া। কিন্তু নীলগিরি আশ্রম থেকে জাহাজপুর নদী পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। জাহাজপুর নদীর উপর অবস্থিত সেতুটির অবস্থাও খারাপ। এই সেতু এবং রাস্তা মেরামত না হ‌ওয়ায় সমস্যায় পড়ছে এলাকার মানুষ।
advertisement

আরও পড়ুন: নাটক-গানে মঞ্চ মাতালো হোমের শিশু-কিশোররা!

গ্রামবাসীদের অভিযোগ, বারবার রাস্তা ও সেতু সারাইয়ের কথা বলা হলেও প্রশাসন গা করছে না। দীর্ঘ চার-পাঁচ বছর ধরে এই রাস্তা এমন‌ই বেহাল অবস্থায় পড়ে আছে বলে স্থানীয়দের দাবি। এলাকাবাসীর অভিযোগ, প্রতি ভোটের আগে রাস্তা ও সেতু ছাড়াই এর প্রতিশ্রুতি দিলেও তারপর কাজের কাজ কিছু হয় না। অথচ এই রাস্তার উপর নির্ভর করেই জয়পুর, রাঁচি, ধানবাদ, বোকারো যাওয়ার জন্য ট্রেন ধরতে হয় গ্রামের মানুষদের । বর্ষাকালে এই সেতুর অবস্থা এতটাই বেহাল হয়ে থাকে যে যাতায়াত একপ্রকার বন্ধ হয়ে যায়। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে বেহাল রাস্তা ও সেতু সারানোর দাবি জোরালো হয়েছে এলাকায়।

advertisement

এই বিষয়ে পুরুলিয়ার আড়শা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শক্তিপদ গড়াই বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। আশা করা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগেই এই রাস্তা ও সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে। যদিও এই প্রতিশ্রুতিতে পুরোপুরি ভরসা রাখতে রাজি নয় এলাকার মানুষ। তাঁরা এখন কাজ দেখতে চান। এখন দেখার পঞ্চায়েত নির্বাচনের আগে সত্যিই এই রাস্তা ও সেতু সারাই হয় কিনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News:  পঞ্চায়েত ভোটের আগেই বেহাল রাস্তা ও সেতু সারাইয়ের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল