আরও পড়ুন: নাটক-গানে মঞ্চ মাতালো হোমের শিশু-কিশোররা!
গ্রামবাসীদের অভিযোগ, বারবার রাস্তা ও সেতু সারাইয়ের কথা বলা হলেও প্রশাসন গা করছে না। দীর্ঘ চার-পাঁচ বছর ধরে এই রাস্তা এমনই বেহাল অবস্থায় পড়ে আছে বলে স্থানীয়দের দাবি। এলাকাবাসীর অভিযোগ, প্রতি ভোটের আগে রাস্তা ও সেতু ছাড়াই এর প্রতিশ্রুতি দিলেও তারপর কাজের কাজ কিছু হয় না। অথচ এই রাস্তার উপর নির্ভর করেই জয়পুর, রাঁচি, ধানবাদ, বোকারো যাওয়ার জন্য ট্রেন ধরতে হয় গ্রামের মানুষদের । বর্ষাকালে এই সেতুর অবস্থা এতটাই বেহাল হয়ে থাকে যে যাতায়াত একপ্রকার বন্ধ হয়ে যায়। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে বেহাল রাস্তা ও সেতু সারানোর দাবি জোরালো হয়েছে এলাকায়।
advertisement
এই বিষয়ে পুরুলিয়ার আড়শা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শক্তিপদ গড়াই বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। আশা করা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগেই এই রাস্তা ও সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে। যদিও এই প্রতিশ্রুতিতে পুরোপুরি ভরসা রাখতে রাজি নয় এলাকার মানুষ। তাঁরা এখন কাজ দেখতে চান। এখন দেখার পঞ্চায়েত নির্বাচনের আগে সত্যিই এই রাস্তা ও সেতু সারাই হয় কিনা।
শর্মিষ্ঠা ব্যানার্জি