Dakshin Dinajpur News: নাটক-গানে মঞ্চ মাতালো হোমের শিশু-কিশোররা!

Last Updated:

দক্ষিণ দিনাজপুরের শুভায়ণ হোমের আবাসিক শিশু-কিশোরদের নিয়ে পালিত হল নজরুল জয়ন্তী। ৩০ জন শিশু-কিশোর নাটক মঞ্চস্থ করবার পাশাপাশি নৃত্যেও অংশগ্রহণ করে।

+
title=

দক্ষিণ দিনাজপুর: ওরা কেউ অনাথ, কারো পরিবারে দেখাশোনা করবার কেউ নেই। কেউবা আবার এদেশের‌ই নয়, বাংলাদেশ থেকে ভুলক্রমে ভারতে চলে এসেছে। আবার ছোটখাটো অপরাধ করে সাজা ভোগ করছে এমনও কেউ কেউ আছে। এদের সকলের একটাই মিল, এরা বালুরঘাট শুভায়ণ হোমের বাসিন্দা। সরকারি হোমের এই শিশু-কিশোররাই নাটক আর গানে মাতিয়ে দিল মঞ্চ।
দক্ষিণ দিনাজপুরের শুভায়ণ হোমের আবাসিক শিশু-কিশোরদের নিয়ে পালিত হল নজরুল জয়ন্তী। ৩০ জন শিশু-কিশোর নাটক মঞ্চস্থ করবার পাশাপাশি নৃত্যেও অংশগ্রহণ করে। অনাথ বা অপরাধ করে সাজা ভোগ করা শিশু-কিশোর সকলের ঠাঁই এই একই জায়গায়। কিন্তু তাদের মধ্যেও যে সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকতে পারে তার‌ই বিকাশ ঘটানোর উদ্যোগ নেওয়া হয় শিশু কিশোর অ্যাকাডেমির পক্ষ থেকে।
advertisement
advertisement
বালুরঘাট রবীন্দ্রভবনে এই হোমের আবাসিক শিশুরা নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে একত্রে অংশগ্রহণ করে। রাজপুত্রের নীতি শিক্ষা নাটক মঞ্চস্থ করে তারা। জেলা তথ্য সংস্কৃতি দফতরের আয়োজনে এই গোটা বিষয়টি ঘটে।
হোমের শিশু-কিশোরদের অভিনয় ও নাচ দেখে মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শকরা। তাদের দেখে বোঝার উপায় ছিল না যে তারা কেউ পেশাদার অভিনেতা নয়। সরকারি সাহায্যে এই উদ্যোগ বুঝিয়ে দিল প্রতিভা সকলের মধ্যে থাকতে পারে। হোমে থাকলেও তারা যে কারোর থেকে পিছিয়ে নেই সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: নাটক-গানে মঞ্চ মাতালো হোমের শিশু-কিশোররা!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement