আরও পড়ুন: ওত পেতে মরনফাঁদ, ঘটতে পারত বড় বিপর্যয়! শেষে শুধু শুধু প্রাণ গেল নিরীহ ছাগলের
দীর্ঘ এক মাস ধরে জল সঙ্কটে ভুগছে পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজের আদিবাসী বয়েজ হোস্টেলের ৫০ জন ছাত্র। বারবার বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই সমস্যার সুরাহা চেয়ে পুরুলিয়ার পুরপ্রধানের দ্বারস্থ হল ছাত্ররা। তাদের অভিযোগ, হোস্টেলের সব কুয়ো শুকিয়ে গিয়েছে। নলকূপের জল ব্যাবহারের অযোগ্য। কিন্তু বিষয়টিতে কোনও গা করছে না হোস্টেল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে রাস্তার ধারের কল থেকে দীর্ঘ লাইন দিয়ে জল নিতে হচ্ছে এই আদিবাসী পড়ুয়াদের।
advertisement
ছাত্রদের অভিযোগ পেয়ে পুরুলিয়ার পুরপ্রধান জানান, নলকূপের জল যাতে ব্যবহার করা যায় দ্রুত তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। গরম পড়তেই পুরুলিয়াজুড়ে জলের সঙ্কট দেখা দিয়েছে। কিন্তু আদিবাসী হোস্টেলের ছাত্রদের যে পরিস্থিতি সামনে উঠে এল তা সত্যিই চিন্তার বিষয়।
পুরুলিয়া খবর | Latest Purulia News
শর্মিষ্ঠা ব্যানার্জি