এই বিক্ষোভ কর্মসূচি থেকে বনাধিকার আইন চালুর দাবি রাখেন তারা। পুরুলিয়া শহরের জুবিলী ময়দান থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলাশাসক দপ্তরে আসেন সংগঠনের সদস্যরা। বিক্ষোভ শেষে জেলাশাসকের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
আরও পড়ুন: World Cup Theme Wedding: ফুটবলে জ্বরে কাঁপছে বাংলা! কনের বাড়ির তত্ত্বে বিশ্বকাপের চমক!
advertisement
তাঁদের দাবি, তাদের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা রয়েছে তা প্রত্যাহার করতে হবে, বনাঞ্চল রক্ষা করতে হবে। এই দিনের এই বিক্ষোভ সমাবেশ থেকে একরাশ ক্ষোভ উগরে দেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। গাছ হল আদিবাসীদের প্রাণভ্রমরা বনাঞ্চল রক্ষার দাবিতে সরব হয়েছেন তারা। হাইরাইস বিল্ডিং এর ভিড়ে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। বন বনভূমি রক্ষা করার জন্যই আদিবাসীদের এই আন্দোলন। বনাধিকার আইন চালুর দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুশিয়ারি দেন সংগঠনের সদস্যরা।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়