Crime News|| ট্রেনে যাচ্ছেন ভিনরাজ্যে? খুব সাবধান! বাংলার যুবকের সঙ্গে যা করলেন এক অপরিচিত ব্যক্তি...

Last Updated:

অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কাছ থেকে চা ও জল খাবার খেয়ে অসুস্থ হয়ে সর্বস্ব খোয়ালেন এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম গোপাল দাস(২৯)।

+
title=

#সাগর: ভিনরাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন সাগরের এক যুবক। পথেই ওই যুবকের সঙ্গে পরিচয় হয় কিছু ব্যক্তির। এরপর তাঁদের মধ্যে চলতে থাকে কথাবার্তা। এক পর্যায়ে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাঁকে চা এবং জল খাবারের অনুরোধ করে। সেই খাবার খাওয়ার অসুস্থ হয়ে পড়লে, যুবকের সর্বস্ব লুট করে পালায় দুষ্কৃতীরা। এ ঘটনা ঘটছে হামেশাই। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বারবার সকলকে সতর্ক করা হচ্ছে। তবুও সচেতন হচ্ছে না অনেকেই।
আর এ বার এই ঘটনার শিকার হলেন সাগরের এক যুবক। ওই যুবকের নাম গোপাল দাস (২৯)। ওই যুবকের বাড়ি সাগরের নারায়নীবাদে। ওই যুবক সেকেন্দ্রাবাদ থেকে কাজ করে বাড়িতে ফিরছিলেন। গভীর রাতে তিনি হাওড়া স্টেশনে নামার পর চলে আসেন ধর্মতলায়।
আরও পড়ুনঃ পুজো করতে করতে আচমকা ছিটকে পড়লেন! তারপরের ঘটনায় চমকে উঠবেন
তিনি ধর্মতলায় এসে কাকদ্বীপের বাস না পেয়ে সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেসময় এক অপরিচিত ব্যক্তি গোপালকে চা খেতে দেন। চা খাওয়ার পর গোপাল অচৈতন্য হয়ে পড়লে। তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা, দুটি মোবাইল, পোশাক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
advertisement
advertisement
তবে ওই যুবক নির্দিষ্ট সময়ে বাড়িতে না ফেরায় ওই যুবকের পরিবারের লোকজন গঙ্গাসাগর কোস্টাল থানায় দারস্থ হয়। এরপর ওই যুবকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ‌। পরে সমস্ত ঘটনার কথা জানতে পারে পুলিশ। বর্তমানে ওই যুবককে বাড়িতে আনা হয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছিল ওই যুবকের সঙ্গে তা খতিয়ে দেখছে পুলিশ।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Crime News|| ট্রেনে যাচ্ছেন ভিনরাজ্যে? খুব সাবধান! বাংলার যুবকের সঙ্গে যা করলেন এক অপরিচিত ব্যক্তি...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement