Cooch Behar News|| পুজো করতে করতে আচমকা ছিটকে পড়লেন! তারপরের ঘটনায় চমকে উঠবেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বাড়ির মন্দিরে পুজো করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক ব্যক্তি। ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ বাজার এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম ওম প্রকাশ শাহ এবং তার বয়স ৫৫ বছর।
#হলদিবাড়ি: বাড়ির মন্দিরে পুজো করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক ব্যক্তি। ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ বাজার এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম ওম প্রকাশ শাহ (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, "ওই ব্যক্তি অন্যান্য দিনের মতোই এ দিনও বাড়ির মন্দিরে পুজো করতে যান। পুজো চলাকালীন হঠাৎ পড়ে যান সেই ব্যক্তি। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে স্থানীয় হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে আসলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসকের প্রাথমিক অনুমান, সেই ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে। তবে গোটা ঘটনার সঠিক তথ্য জানতে ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানানো হয়েছে, অন্যান্য সাধারণ দিনের মতোই এ দিন তিনি বাড়ির মন্দিরে পুজা করতে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ মৃত যুবকের পরনে টিপ, শাড়ি-ব্লাউজ-অন্তর্বাস! অদ্ভূত মৃত্যু ঘিরে শিলিগুড়িতে রহস্য
তবে পুজো করতে করতে আচমকায় তিনি পড়ে যান। তারপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক করে তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ওনার মৃত্যুর সঠিক কারণ আমরা সম্পর্কে আমরা কিছুই জানিনা। তবে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন ওনার হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে।"
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানানো হয়েছে, "এক ব্যক্তি বাড়ির মন্দিরে পুজো করার সময় আচমকায় পড়ে গিয়ে মারা গিয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে ওই ব্যক্তির মৃত্যুর গোটা বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ব্যক্তির মৃত্যুর বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে সম্পূর্ণ বিষয়টি জানা যাবে।"
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
December 12, 2022 7:19 PM IST