কিছুদিন আগে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিজের বাড়ির সামনে দেখতে পান পবন দাগা নামে স্থানীয় এক বাসিন্দা। তাঁকে উদ্ধার করে প্রথমে নিজের বাড়িতে আশ্রয় দেন। এরপর তিনি খবর দেন পুরুলিয়া সদর থানার পুলিশকে। পুলিশের সাহায্যে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুরসভা পরিচালিত ভবঘুরে আশ্রমে নিয়ে যাওয়া হয়। এরপরই তাঁর পরিচয় জানতে শুরু হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত তাতে ফল হয়। পুরসভা ও পুলিশের প্রচেষ্টায় তাঁর পরিচয় জানা সম্ভয় হয়। জানা যায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বাড়ি ঝাড়খণ্ডের রামগড়।
advertisement
আরও পড়ুন: বাজার থেকে আস্ত ট্রাকই চুরি হয়ে গেছে! আতঙ্কে ব্যবসায়ীরা
এরপরই পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে ঝাড়খণ্ডে ওই ব্যক্তির বাড়িতে খবর পাঠানো হয়। তাঁরা ভবঘুরে আশ্রমে এসে হাজির হন পরিজনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে আইন মেনে ওই ব্যক্তিকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালী বলেন, "এই সকল মানুষদের জন্যই ভবঘুরেদের আশ্রম তৈরি করা হয়েছে। এই ভবঘুরে আশ্রমে তৈরি হওয়ার ফলে অনেক মানুষই উপকৃত হবেন।"
পুর কর্তৃপক্ষ ও পুলিশের উদ্যোগে আপনজনকে ফিরে পেয়ে খুশি ভবঘুরে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা। পুরসভা ও প্রশাসনকে ধন্যবাদ জানান ওই ভবঘুরের পরিবারের সদস্যরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি





