Malda News: বাজার থেকে আস্ত ট্রাক‌ই চুরি হয়ে গেছে! আতঙ্কে ব্যবসায়ীরা

Last Updated:

বাজারে ঢোকা-বেরোনোর রাস্তায় সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু খারাপ। ফলে চোরদের ধরা কোনমতেই সম্ভব হচ্ছে না

+
আস্ত

আস্ত ট্রাক চুরি

#মালদহ: একের পর এক চুরি ঘটনা ঘটেই চলেছে। এমনকি বাজার চত্বরের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা পণ্য বোঝাই লরি থেকেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মালদহ সরকার নিয়ন্ত্রিত বাজারের ঘটনা। একবার-আধবার নয়, ওই বাজারে হামেশাই এমন ঘটনা ঘটছে। ক্রমশ বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই বাজারের ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁরা পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন ও আরও বেশি সংখ্যায় সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি তুলেছেন। অভিযোগ, বাজারের বেশ কিছু সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন বিকল হয়ে পড়ে আছে।
জানা গিয়েছে, মালদহের এই নিয়ন্ত্রিত বাজারের প্রবেশ ও বাহির পথে বহু আগে দুটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। কিন্তু বর্তমানে সেগুলি বিকল হয়ে পড়ে আছে। ফলে চুরি-ছিনতাই হলেও তার কোনও প্রমাণ থাকছে না। উল্লেখ, বিশাল এলাকাজুড়ে অবস্থান করছে এই মালদহ নিয়ন্ত্রিত বাজার। ফল, সবজির গোডাউন থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর গোডাউন রয়েছে এখানে। এমনকি দৈনিক বাজার পর্যন্ত বসে।
advertisement
advertisement
জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে আসেন। ফলে সঠিক নিরাপত্তার ব্যবস্থা না থাকলে চুরি ছিনতাইয়ের মত ঘটনা এখানে চলতেই থাকবে বলে মত বাজারের ব্যবসায়ীদের।মালদহ নিয়ন্ত্রিত বাজারের ফল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গৌতম সাহা এই প্রসঙ্গে বলেন, "দীর্ঘদিন আগে প্রবেশ ও বাহির পথে দুটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। বর্তমানে তা বিকল। মাঝেমধ্যেই মোটরবাইক, দোকানের মালপত্র, এমনকি আস্ত একটি ট্রাক চুরির ঘটনাও ঘটেছে। কিন্তু সিসিটিভি ক্যামেরা বিকল থাকায় কাউকে ধরা সম্ভব হয়নি।"
advertisement
নিয়ন্ত্রিত বাজারের সমস্ত ব্যবসায়ী এই বিষয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের অভিযোগ, এরপরেও বাজারের নিরাপত্তা বিষয়ের কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি। ফলে তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বাজার থেকে আস্ত ট্রাক‌ই চুরি হয়ে গেছে! আতঙ্কে ব্যবসায়ীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement