TRENDING:

Purulia News: অল ইন্ডিয়া জন সুরক্ষা অধিকার কমিটির সর্বভারতীয় জেলা সম্মেলন পুরুলিয়ায়

Last Updated:

এই প্রথমবার সর্বভারতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া জন সুরক্ষা অধিকার কমিটির। তিন দিন ব্যাপী সিধু কানু ইনডোর স্টেডিয়ামে চলে এই অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: আদিবাসী ও চিরাচরিত বনবাসী মানুষদের কথা চিন্তা করে অল ইন্ডিয়া জন সুরক্ষা অধিকার কমিটি প্রথম সর্বভারতীয় জেলা সম্মেলনের আয়োজন করেছিল পুরুলিয়ায় । ৩রা ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই সম্মেলন । বেশ কিছু দাবি দাবাকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করে ছিল সংগঠনের সদস্য।
advertisement

গত ৩রা ফেব্রুয়ারি সম্মেলনের সূচনা দিন পুরুলিয়া শহরের এম এস এ ময়দানের ইনডোর স্টেডিয়াম থেকে জুবলি ময়দান পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছিলেন তারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে পা মিলিয়ে ছিলেন সংগঠনের কয়েকশো সদস্য।

এ বিষয়ে অল ইন্ডিয়া জন সুরক্ষা অধিকার কমিটির সর্বভারতীয় জয়েন্ট কনভেনার বিশ্বম্ভর মুড়া বলেন, জঙ্গল জমির পাট্টা আবেদনের সময় সীমা বেঁধে দেওয়া চলবে না , আদিবাসী ও চিরাচরিত বনবাসী দের স্বাভাবিক বাসস্থান থেকে উচ্ছেদ করা যাবে না , জন বিরোধী বন সংরক্ষণ আইন ২০২২ প্রত্যাহার করতে হবে , অরন্যের অধিকার আইন ২০০৬ সম্পূর্নরূপে কার্যকর করতে হবে এছাড়াও আরও বেশ কিছু দাবি-দাবাকে সামনে রেখে তাদের এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল‌‌ ।

advertisement

আরও পড়ুন: Maghi Purnima Lucky Zodiacs: মাঘের পূর্ণিমা থেকে আগামী একমাস মা লক্ষ্মীর আশীর্বাদে টাকার পাহাড়ে ৬ রাশি

এই সম্মেলনকে সাফল্যমন্ডিত করতে ভিন রাজ্য থেকেও বহু মানুষ এই সম্মেলনে অংশগ্রহণ করে । এই প্রথমবার সর্বভারতীয় স্তরে অল ইন্ডিয়া জন সুরক্ষা অধিকার কমিটির সম্মেলনের আয়োজন করা হয়েছিল । ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন করে আসা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: বাইকের হর্ন বাজানো নিয়ে ঝামেলা! দিনেদুপুরে রাস্তার উপর ক্রিকেটারের করুণ পরিণতি

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

আগামী দিনেও নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলনের পথে পা বাড়ানোর কথা বলেন তিনি। এই সম্মেলন যথেষ্ট সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: অল ইন্ডিয়া জন সুরক্ষা অধিকার কমিটির সর্বভারতীয় জেলা সম্মেলন পুরুলিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল