বাইকের হর্ন বাজানো নিয়ে ঝামেলা! দিনেদুপুরে রাস্তার উপর ক্রিকেটারের করুণ পরিণতি
- Published by:Suman Majumder
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Murder Case: দিনের আলোয় এমন ঘটনা! তাও ভিড় রাস্তার উপর!
নবগ্রাম: নবগ্রামের রামানন্দপুর গ্রামে ক্রিকেট খেলতে গিয়েছিলেন জারুলিয়া গ্রামের বাসিন্দা তারক ঘোষ। খেলা শেষে মোটরবাইকে তারক ও আরও দুই বন্ধু বাড়ি ফিরছিলেন। তখনই নবগ্রাম কিষানমান্ডির কাছে মারধর করা হয় হর্ন বাজানোকে কেন্দ্র করে বচসা হয়।
পলসনডা নবগ্রাম রাস্তার নবগ্রামের কাছে একদল যুবকের সঙ্গে মোটর বাইকে হর্ন বাজানো নিয়ে গন্ডগোলের শুরু হয়। রাস্তা দিয়ে একদল যুবক যাওয়ার সময় হর্ন বাজালে সরে যায়নি। এই নিয়েই শুরু হয় গন্ডগোল।
তার পর গাড়ি থেকে নামিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত হয় তারক সহ আরও দুজন।গুরুতর আহত অবস্থায় তাদের নবগ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তারককে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আরও পড়ুন- মাধ্যমিক ইতিহাসের ৪ নম্বরের প্রশ্নের উত্তর লেখার সঠিক উপায়
মৃত তারক ঘোষের মামা পলাশ ঘোষ বলেন, নবগ্রাম কিষাণ মান্ডি সংলগ্ন এলাকায় বচসার শুরু। সেখানে ঝামেলা মিটে গেলেও পলসন্ডা মোড় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে আসতেই আবারও ঝামেলা শুরু হয়। ব্যাট ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
advertisement
দুই পক্ষের মধ্যে মারামারির জেরে গুরুতর আহত হয় তিন যুবক। স্থানীয়দের তৎপরতায় পলসন্ডা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তিন যুবকের মধ্যে তারক ঘোষ নামে এক যুবকের মৃত্যু হয় বলে জানায় চিকিৎসকেরা।
আরও পড়ুন- কাটুম কুটুম এনেছে দেশী বিদেশী খেতাব, শিল্পকে বাঁচাতে মেলেনি সরকারি সাহায্য!
স্থানীয় বাসিন্দা বৃন্দাবন মিস্ত্রি বলেন, মোটর বাইকে হর্ন বাজানো নিয়ে গন্ডগোল। তার জেরে বেধড়ক মারধর করা হয় তিনজনকে। তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায় পুলিশ। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের খোঁজের তল্লাশি চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2023 9:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাইকের হর্ন বাজানো নিয়ে ঝামেলা! দিনেদুপুরে রাস্তার উপর ক্রিকেটারের করুণ পরিণতি