Katum Kutum Artist: কাটুম কুটুম এনেছে দেশী বিদেশী খেতাব, শিল্পকে বাঁচাতে মেলেনি সরকারি সাহায্য!

Last Updated:

চেষ্টায় কোন খামতিও রাখছেন না কাটুম কুটুম শিল্পী উৎপল চক্রবর্তী। তবে সরকারি অনুদান কিংবা সাহায্য ছাড়া এই শিল্প বাঁচিয়ে রাখা অসম্ভব।

+
দীর্ঘ

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেলেনি সরকারি সাহায্য!

#কোচবিহার: কোচবিহারের আশ্রম রোড বাই লেনের একটি অংশে নিজস্ব বাড়িতেই থাকেন বয়স ৬৫-এর একজন প্রাক্তন শিক্ষক উৎপল চক্রবর্তী। তবে তাঁর প্রতিভার জেরেই তিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন সকলের। তিনি 'কাটুম কুটুম' নামের একটি হস্ত শিল্প বানান। প্রায় ২৯ থেকে ৩০ বছর সময় ধরেই এই কাজ তিনি করে আসছেন।
তাঁর এই কাজের সূত্রপাত হয় তার কর্মজীবনের মাঝে একটি ঘটনার মাধ্যমে। স্কুলের শিক্ষকতা করার সময় তিনি তাঁর ক্লাসের একটি ছাত্রকে হাতের মধ্যে গাছের একটি ডাল নিয়ে কিছু একটা বানাতে দেখেন। তখন তিনি সেই ছেলেটিকে প্রশ্ন করেছিলেন যে তুমি এটা নিয়ে কি করছ? 'তখন সেই ছেলেটি উত্তরে বলেছিল আপনি এটা বুঝবেন না স্যার।' সেই ছেলেটির এই কথা একপ্রকার জেদ ঢুকিয়ে দেয় তাঁর মনের মধ্যে। সেই থেকেই তার এই 'কাটুম কুটুম শিল্পী' হিসেবে যাত্রাপথ শুরু।
advertisement
advertisement
এখনও পর্যন্ত বহু জায়গায় তিনি তার এই হস্ত শিল্প 'কাটুম কুটুম' গুলিকে নিয়ে প্রদর্শনী করেছেন। এবং তাঁর এই শিল্প গুলি প্রচুর মানুষের বাহবা কুড়িয়েছে। তবে তাঁর এই সকল পাওনা গুলির মধ্যে অন্যতম হিসেবে তিনি জানান, ২০২১ সালে একটি ইন্টারন্যাশনাল এক্সিবিশন এর ডাক আসে দিল্লি থেকে। সেখানে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। তাদের সকলের মধ্যে তাঁর একটি মডেল লিওনার্দো দ্যা ভিঞ্চি গোল্ড অ্যাওয়ার্ড পায়। এছাড়াও তিনি অসমের ললিত কলা অ্যাকাডেমি থেকে ইন্টারন্যাশনাল রাজা রবীন্দ্র বর্মা সিলভার আওয়ার্ড পান। এরপর উত্তরপ্রদেশের মণিকর্ণিকা আর্ট গ্যালারি থেকে তাঁকে ন্যাশনাল কলা ভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে।"
advertisement
তবে বলতেই হয় বর্তমানে তার নাম শুধুমাত্র ভারতেই নয় ভারতের বাইরেও প্রচার পেতে শুরু করেছে। তিনি তাঁর এই কাটুম কুটুম হস্ত শিল্পের বিষয়ে আরও জানিয়ে বলেন, ‘‘ কাটুম কুটুম শিল্পের স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুর। তবে আমি তিনি তাঁর এই শিল্পের মধ্যেও নিজস্ব ঘরানা তৈরি করেছেন। কারণ, অবনীন্দ্রনাথ ঠাকুর নিজের শিল্প কর্মে জোড়া ব্যবহার করতেন। তবে উৎপল বাবু যে ডাল কিংবা গাছের শেকড় গুলি দিয়ে কাজ করেন সেগুলিকে তিনি জোড়া দেন না। যেসব গাছের ডাল দিয়ে কাজ করেন সেগুলো পাহাড়ে বা নদীর থেকে নিয়ে আসা কাঠ। শুধুমাত্র সেগুলিকে দিয়েই তাঁর চিন্তা ভাবনার মাধ্যমে সমাজের বিভিন্ন আঙ্গিক ফুটিয়ে তোলেন।" তবে ভবিষতে আরও দূরে এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে উৎপল চক্রবর্তীর।
advertisement
এবং এই চেষ্টায় কোন খামতিও রাখছেন না তিনি। তবে সরকারি অনুদান কিংবা সাহায্য ছাড়া এই শিল্প বাঁচিয়ে রাখা অসম্ভব। উৎপল চক্রবর্তী জানান,  আগে তিনি চাকরি করতেন। তার ফলে তিনি বাইরে ঘুরতে যেতে পারতেন। এবং নদী ও পাহাড় থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসতে পারতেন। তা দিয়েই কাটুম কুটুম এর বিভিন্ন মডেল তৈরি করতেন। কিন্তু বর্তমানে তিনি চাকরির থাকে অবসর হয়ে গিয়েছেন। তাই এখন আর আর্থিক দিক সেরকম ভালো না। মূলত সেই কারণেই তিনি বাইরে যেতে পারেন না। বাইরে না গেলে এই শিল্প বাঁচিয়ে রাখা অসম্ভব। তাই সরকারি অনুদান বা সাহায্য এর আর্তি জানাচ্ছেন তিনি। তবে এখনও পর্যন্ত সরকারি সাহায্য বা অনুদান মেলেনি কিছুই।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Katum Kutum Artist: কাটুম কুটুম এনেছে দেশী বিদেশী খেতাব, শিল্পকে বাঁচাতে মেলেনি সরকারি সাহায্য!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement