রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়াতে হয়েছে টেট পরীক্ষা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুরুলিয়া জেলার ঝালদা মহাকুমাতে টেট পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসেন। ঝালদায় মোট পাঁচটি টেট পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছিল। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুরে ফেলা হয়েছিল টেট পরীক্ষা কেন্দ্র গুলিকে। ছিল কড়া পুলিশি নজরদারি।
আরও পড়ুন - যানজটে আটক,বসা হল না টেট, স্নায়ুর চাপে অসুস্থ অন্য এক পরীক্ষার্থী
advertisement
পরীক্ষা কেন্দ্রের এলাকা গুলিতে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। সরকারি সমস্ত নির্দেশিকা মেনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল।
আরও পড়ুন - সদ্যোজাতকে কোলে নিয়ে হাজির টেট দিতে, স্তন্যপান করিয়ে ঢুকলেন পরীক্ষার হলে
দীর্ঘ পাঁচ বছর পর টেট পরিক্ষা দিতে পেরে খুশি পরিক্ষার্থীরা। পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। তারা আশাবাদী পরীক্ষার ফলাফল খুবই ভালো হবে। ২০১৭ সালের পর ২০২২ অর্থাৎ দীর্ঘ পাঁচ বছর পর টেট পরীক্ষা হল রাজ্যে। তাই টেট পরীক্ষায় কোনরকম খামতি রাখতে চাইনি রাজ্য সরকার।
Sharmistha Banerjee