Paschim Bardhaman News : যানজটে আটক,বসা হল না টেটে,  স্নায়ুর চাপে অসুস্থ অন্য এক পরীক্ষার্থী 

Last Updated:

এদিন আসানসোলের একজন পরীক্ষার্থী যানজটে রাস্তায় আটকে পড়েন। অন্যদিকে দুর্গাপুরে এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসে মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন।

পরীক্ষা দিতে এসে দুর্গাপুরে অসুস্থ এক পরীক্ষার্থী।
পরীক্ষা দিতে এসে দুর্গাপুরে অসুস্থ এক পরীক্ষার্থী।
#পশ্চিম বর্ধমান : দীর্ঘ পাঁচ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হল প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পরীক্ষা। টেট পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য রীতিমতো চিন্তিত ছিল প্রশাসন। এই টেট পরীক্ষা, পরীক্ষা ছিল প্রশাসনের কাছেও। পাশাপাশি পরীক্ষা নিয়ে অনেক আশা রয়েছে পরীক্ষার্থীদের মনেও। টেট পরীক্ষার মাধ্যমে অনেক বেকার যুবক-যুবতী কর্মজীবনে প্রবেশ করার আশা করছেন। তবে মোটের ওপর নির্বিঘ্নেই জেলায় সম্পন্ন হল টিচার এলিজিবিলিটি টেস্ট। রাজ্যের অন্যান্য জায়গার মতো পশ্চিম বর্ধমান জেলার একাধিক কেন্দ্রে সিট পড়েছিল পরীক্ষার্থীদের। সকাল থেকেই বিভিন্ন বাস স্ট্যান্ড গুলিতে দেখা গিয়েছে পরীক্ষার্থীদের ভিড়। ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে বাস-ট্রেন গুলিতেও। তবে এসবের মধ্যেও জেলায় নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট।
পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছিল। প্রতিটি কেন্দ্র থেকে ফিড সরাসরি গিয়ে পৌঁছেছে পর্ষদের কাছে। পরীক্ষা উপলক্ষে রাজ্যের ৬ টি জেলায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। যে কোনওরকম অশান্তি এড়াতে প্রচুর পরিমাণে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছিল পরীক্ষা কেন্দ্রগুলির সামনে। প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকাতে বিভিন্ন রকম বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। পরীক্ষার্থীদের এক ঘণ্টা আগে ঢোকার নির্দেশ দেওয়া হয়েছিল পরীক্ষাকেন্দ্রে। যদিও পরে সেই সময় আরও ৪৫ মিনিট কমানো হয়। উল্লেখ্য, এদিন দুপুর ১২ টা থেকে শুরু হয়েছিল টেট পরীক্ষা। শেষ হয়েছে দুপুর ২:৩০ নাগাদ। সমস্ত পরীক্ষার্থীদের ১১ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢোকার নির্দেশ দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
এদিন টেট পরীক্ষা উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে দুর্গাপুর, বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে পরীক্ষার্থীদের ব্যস্ততা। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও। সকাল সকাল সবাই পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। স্টেশনগুলিতে যেমনভাবে দেখা গিয়েছে ভিড়, তেমনভাবেই পরীক্ষা কেন্দ্রের বাইরে অনেক অভিভাবকদের অপেক্ষা করতে দেখা গিয়েছে। আসানসোলের বেশ কয়েকটি কলেজে টেট পরীক্ষার সিট পড়েছিল। টেট পরীক্ষার সিট পড়েছিল দুর্গাপুরের বেশ কয়েকটি কলেজেও।
advertisement
যদিও এদিন আসানসোলের একজন পরীক্ষার্থী যানজটে রাস্তায় আটকে পড়েন। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর তিনি পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়ে পৌঁছন। যে কারণে স্বাভাবিকভাবে তিনি আর পরীক্ষা কেন্দ্রের ভিতর যেতে পারেন নি। দেওয়া হয়নি পরীক্ষা। ফলে রীতিমতো ভেঙে পড়েছে ওই পরীক্ষার্থী। কারণ দীর্ঘ পাঁচ বছর পর প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। ফলে ওই পরীক্ষার্থী চিন্তিত, আবার কবে টেট পরীক্ষা দেওয়ার সুযোগ আসবে। অন্যদিকে দুর্গাপুরে এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসে মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন।
advertisement
অন্যদিকে সেখানে কুইক রেসপন্স টিম পৌছতে বেশ কিছুক্ষণ বিলম্ব হয়। তবে দু-একটি ছোটখাটো ঘটনা বাদ দিলে, মোটের উপর শান্তিপূর্ণভাবে জেলায় টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যে পরীক্ষায় পরীক্ষার্থীদের ফলাফল সময় বলবে। তবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্ষদ এবং প্রশাসন যে অনেকখানি সফল, তা বলাই যায়।
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News : যানজটে আটক,বসা হল না টেটে,  স্নায়ুর চাপে অসুস্থ অন্য এক পরীক্ষার্থী 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement