TRENDING:

Purulia News: সবকিছু ঠিক আছে তো? খতিয়ে দেখতে পুরুলিয়া সংশোধনাগার ঘুরে দেখলেন অখিল গিরি

Last Updated:

আইজি (কারা)-কে নিয়ে পুরুলিয়া সংশোধনাগার ঘুরে দেখলেন মন্ত্রী অখিল গিরি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: পুরুলিয়া জেলার সংশোধনাগার পরিদর্শন করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ‌খতিয়ে দেখলেন পরিকাঠাম। ‌বুধবার দুপুরে পুরুলিয়া শহরের সংশোধনাগারে থাকা সাজাপ্রাপ্ত পুরুষ ও মহিলা বন্দিদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁরা সমস্ত সুযোগ-সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কিনা, কী কী অসুবিধা আছে সব শোনেন। বন্দিরা যথাযথ পরিষেবা পাচ্ছেন কিনা সেটাও খতিয়ে দেখেন। এই পরিদর্শনের বিষয়ে অখিল গিরি বলেন, "সরকারি নিয়ম অনুযায়ী সংশোধনাগার পরিদর্শন করতে এসেছিলাম। বন্দীদের কোনও অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখলাম। সংশোধনাগার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, রোগীরা যথা সময়ে ওষুধ ও খাবার পাচ্ছেন। শীতের কম্বল পেয়েছে সবাই। কারোর কোনও অসুবিধা হচ্ছে না।" ‌ এরই পাশাপাশি তিনি জানান, পুরুলিয়া সংশোধনাগারে থাকা অডিটোরিয়ামটিকে নতুনভাবে সাজানো হবে।
advertisement

এই বিশেষ পরিদর্শনে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির সঙ্গে ছিলেন আইজি (কারা) রাজেশ যাদব।

আরও পড়ুন: ভ্যাকসিনের ভয় কাটাতে স্কুলে বসল নাচ-গানের আসর!

উল্লেখ্য, সাজাপ্রাপ্ত বন্দিরাই মূলত সংশোধনাগারে থাকেন। ‌ বহু ক্ষেত্রে দেখা গিয়েছে তাঁদের সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাঁরা সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন। সংশোধনাগারের সরকারি উদ্যোগে এইসব সাজাপ্রাপ্ত বন্দিদের নানান কিছুর প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমেই জেল জীবনে তাঁরা নানান বিষয়ে দক্ষ হয়ে ওঠেন। পুরুলিয়া সংশোধনাগার পরিদর্শনে এসে বন্দিদের প্রশিক্ষণের বিষয়টিও খতিয়ে দেখেন কারামন্ত্রী অখিল গিরি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: সবকিছু ঠিক আছে তো? খতিয়ে দেখতে পুরুলিয়া সংশোধনাগার ঘুরে দেখলেন অখিল গিরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল