Hooghly News: ভ্যাকসিনের ভয় কাটাতে স্কুলে বসল নাচ-গানের আসর!
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
ভ্যাকসিন নিয়ে ছোট ছোট ছেলেমেয়েদের ভয় কাটাতে বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করল স্কুল কর্তৃপক্ষ
হুগলি: ভ্যাকসিনের ভয় কাটাতে এবার অভিনব উদ্যোগ নিল একটি বেসরকারি স্কুল। রাজ্যজুড়ে ছোট ছোট ছেলেমেয়েদের হাম ও রুবেলা ভ্যাকসিন শুরু হয়েছে ১১ জানুয়ারি থেকে। ঠিক একইভাবে বুধবার হুগলির গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের বেলডিহা অশোক শিশু শিক্ষা নিকেতনে ভ্যাকসিন দেওয়া শুরু হয়। প্রথমদিন প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়। ছোট ছোট খুদে পড়ুয়াদের ভয় কাটাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে নাচ, গানের অনুষ্ঠান আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের প্রধান শিক্ষক এই বিষয়ে জানিয়েছেন, সূচ দেখে অনেক শিশুই ভয় পায়। ভ্যাকসিনের উপকারিতা ও অপকারিতা তা খুদে পড়ুয়াদের জানা নেই। তাই ভ্যাকসিন দেওয়া হবে বললে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে। তিনি বলেন, "এই ভয় কাটাতে আমি এমন একটা পরিবেশ তৈরি করেছি যাতে খুদে পড়ুয়ারা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। এতে তাদের মন থেকে সূচের ভয়টা চলে যাবে।" পাশাপাশি সন্তানকে ভ্যাকসিন দেওয়াতে এসে অভিভাবকদেরও একটানা তিন-চার ঘণ্টা বসে থাকতে হচ্ছে। ফলে নাচ গান সহ বিনোদনমূলক অনুষ্ঠান হলে অভিভাবকরাও উৎসাহিত বোধ করবেন বলে ওই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: ২৩ জানুয়ারির আগে নেতাজির ছবি বিক্রির ধুম
advertisement
অন্যদিকে অভিভাবকরা জানিয়েছেন, অশোক শিশু নিকেতন পড়ুয়া ও তাঁদের জন্য যে অভিনব উদ্যোগ নিয়েছে তা আগে কোথাও দেখা যায়নি। গোটা বিষয়টিকেই সাধুবাদ জানান অভিভাবকরা।
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 12:51 AM IST