Jalpaiguri News: ২৩ জানুয়ারির আগে নেতাজির ছবি বিক্রির ধুম

Last Updated:

এখনও হাতে কয়েকটা দিন বাকি আছে। কিন্তু ২৩ জনুয়ারি আসার আগেই সুভাষচন্দ্র বসুর ছবি বিক্রির ধুম পড়েছে জলপাইগুড়িতে

+
title=

জলপাইগুড়ি: ২৩ জানুয়ারি শুধু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নয়, ওই দিনটা বাঙালির কাছে নিজের সন্তানের জন্য গর্ব অনুভব করার দিন। আর তা নিয়ে মাতামাতি হবে সেটাই স্বাভাবিক। বর্তমান প্রজন্ম অনেক গুরুত্বপূর্ণ ঘটনা থেকে মুখ ফিরিয়ে নিলেও আজও নেতাজি তাদের মনে দোলা দিয়ে যায়। সুভাষচন্দ্র বসুর প্রাসঙ্গিকতা ও তাৎপর্য আজও এতটুকু মলিন হয়নি। সে দক্ষিণবঙ্গ হোক আর উত্তরবঙ্গ, সর্বত্রই ছবিটা একরকম। এই যেমন জলপাইগুড়ি শহর জুড়ে এখন থেকেই সুভাষচন্দ্রের ফটো রমরমিয়ে বিক্রি শুরু হয়ে গিয়েছে।
মঙ্গলবার থেকে জলপাইগুড়ি শহরের ফণীন্দ্র দেব বিদ্যালয়ের সামনে নেতাজির ছবি সামান্য দামে বিক্রি শুরু হয়েছে। এ যেন নেতাজিকে নতুন প্রজন্মের সামনে পরিচিত করে তোলার চেষ্টা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ছোট ছোট ছেলেমেয়েদের হাতে নেতাজির ছবি তুলে দেওয়া হচ্ছে। এমন এক খুদে স্কুল পড়ুয়াকে পাওয়া গেল যাকে মা নেতাজির ছবি কিনে দিয়েছে। কিন্তু সে এর আগে সুভাষচন্দ্রের জীবনী বা বীরত্বের কাহিনী শোনেনি। ফলে হঠাৎ সুভাষচন্দ্রের ছবি পেয়ে ওই শিশু বেশ কৌতুহলী হয়ে ওঠে।
advertisement
advertisement
নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন কাহিনী শোনার পর তার কাছে ওই ছবিটা ভগবানের ফটোয় পরিণত হয়েছে। এমনই নানান উদ্দেশ্যে জলপাইগুড়িজুড়ে রমরম করে বিক্রি হচ্ছে সুভাষচন্দ্র বসুর ফটো। অনেকেই আবার ২৩ জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলনের সময় মাল্যদান করার জন্য সুভাষচন্দ্র বসুর বড় বড় ফটো কিনে নিয়ে যাচ্ছেন। এই বিক্রিবাটায় বেশ খুশি ব্যবসায়ীরা।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ২৩ জানুয়ারির আগে নেতাজির ছবি বিক্রির ধুম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement