বেআইনি টোটোর দৌরাত্ম্য রুখতে অভিযানও করতে দেখা গিয়েছে আরটিও আধিকারিকদের। নম্বর বিহীন বেআইনি টোটো আটক করতেও দেখা যায় তাদের। বেআইনিভাবে টোটো চালিয়ে যানজটের সৃষ্টি হলে বড় পদক্ষেপ গ্রহণেরও কথা বলতে শোনা যায় তাদের। এ বিষয়ে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার অর্ণব চিন্না বলেন , টোটো রেজিস্ট্রেশন দীর্ঘ এক বছর আগে থেকেই চলছে। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজারে বেআইনি টোটো ঘোরাফেরা করছে। অভিযান চালানো হয়েছে পুরুলিয়ার শহর জুড়ে। টোটো চালকদের সাবধান করা হয়েছে। আগামী দিনে তারা যদি সচেতন না হয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন: জানেন কি কেন শুরু হয়েছিল পুরুলিয়ার ধীবর সমিতির দুর্গাপুজো? রইল সম্পূর্ণ তথ্য!
পুরুলিয়া শহরের নিত্যদিনের অন্যতম বড় সমস্যা হল যানজট। যার ফলে চরম হয়রানির শিকার হতে হয় শহরের মানুষকে। জরুরী কাজের সময় সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। আর এই যানজটের পিছনে অন্যতম বড় কারণ হল বেআইনি টোটোর দৌরাত্ম্য।
আরও পড়ুন: মহালয়ার সাত দিন আগেই দুর্গাপুজো শুরু হয় পুরুলিয়ার পঞ্চকোট রাজ পরিবারে
বেআইনি এই টোটো যত্রতত্র দাঁড়িয়ে থাকার কারণে প্রতিনিয়তই যানজট বেড়েই চলেছে শহরজুড়ে। পুজোর মুখে যানজট আরও বেড়ে যাচ্ছে। পুজোর দিনগুলোতে যাতে শহরবাসীকে যাতে সমস্যার মধ্যে পড়তে না হয় তার জন্যই অভিযানে নেমেছে প্রশাসন।
শমিষ্ঠা ব্যানার্জি