Durga Puja 2023: মহালয়ার সাত দিন আগেই দুর্গাপুজো শুরু হয় পুরুলিয়ার পঞ্চকোট রাজ পরিবারে

Last Updated:

এই পুজো চলে ১৬ দিন ধরে

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় শুরু হয়ে গেল দুর্গাপুজো

পুরুলিয়া:  মহালয়ার সাত দিন আগে পঞ্চকোট রাজ পরিবারে শুরু হল দুর্গাপুজো। ধুমধাম করে ঠাকুরদালানে ঢাকে কাঠি পড়ল। এই পুজো চলে ১৬ দিন ধরে। পুজোর মন্ত্র এতটাই গোপনীয় যে, মন্ত্র কোনও কাগজ বা খাতায় লিপিবদ্ধ করা হয়নি এখনও পর্যন্ত। গাছের ছালে সংস্কৃত ও পালি ভাষায় লিপিবদ্ধ রয়েছে এই মন্ত্র। তন্ত্রমতে গোপন মন্ত্রে মা শিখরবাসিনী দুর্গাপুজো পান পঞ্চকোট রাজবাড়িতে।
পঞ্চকোটের কাশিপুরের দেবী বাড়িতে জিতা অষ্টমীর পরের দিন থেকে আদ্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণপক্ষের নবমী তিথিতে এই পূজার সূচনা হয়। এখানে মা দুর্গা অষ্টধাতুতে নির্মিত। ১৬ দিনব্যাপী দুর্গাপুজো হয় এখানে। তাই এই পুজো ১৬ কল্পের দুর্গাপূজা নামেও পরিচিত। জানা গিয়েছে , সারা বছর দেবী তার নিজ বেদীতেই পূজিত হন। সপ্তমীর দিন অর্ধরাত্রি থেকে দশমীর আগে পর্যন্ত মাকে গুপ্ত আসনে বসানো হয়। ‌এই সময় একটি তলোয়ার পুজো করা হয়। যার নাম ‘ভূতনাথ তাগা’।  মন্দিরের পূজারী গৌতম চক্রবর্তী বলেন, ”  গুপ্ত মন্ত্রের মাধ্যমে মায়ের পুজো হয় এখানে। যুগ , যুগ ধরে এই ভাবেই পূজিত হয়ে আসছেন মা।” রাজ পরিবারের এক সদস্য জানান , ” কল্যানেশ্বরী দেবীর প্রতিমূর্তি হলেন দেবী রাজরাজেশ্বরী। প্রতিবছরের মত এ’বছরও মহালয়ার সাত দিন আগে থেকে দুর্গাপুজো শুরু হল এখানে।”
advertisement
শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Durga Puja 2023: মহালয়ার সাত দিন আগেই দুর্গাপুজো শুরু হয় পুরুলিয়ার পঞ্চকোট রাজ পরিবারে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement