এ বিষয়ে তারা বলেন , দীর্ঘ চার মাস ধরে তাদের বকেয়া পেনসন বাকি পড়ে রয়েছে। পাশাপাশি তাদের গ্রাজুইটি ও পি এফ এর সুদও বাকি রয়েছে। এমত অবস্থায় তারা ধার দেনা করে কোনওরকমে সংসার চালাচ্ছেন। ঋণের বোঝা নিয়ে তারা চরম বিপাকের মধ্যে রয়েছেন। অবিলম্বে তাদের বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার দাবি রাখেন তারা। তা না হলে আগামী দিনে আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দেন তারা।
advertisement
আরও পড়ুন-সত্যিই কি অন্তঃসত্ত্বা? কবে মা হচ্ছেন ক্যাটরিনা? আসল সত্য ফাঁস হতেই তোলপাড়
আরও পড়ুন- বিছানায় শয্যাশায়ী জিনাত আমন! ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত, এখন কেমন আছেন অভিনেত্রী?
এ বিষয়ে ঝালদা পৌরসভার পৌর প্রধান শিলা চট্টোপাধ্যায় বলেন , আপাতত তাদের দু’মাসের বকেয়া পেনশন মিটিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে বাকি পেনশন দেওয়া হবে। দীর্ঘদিন ধরে ঝালদা পৌরসভার জন্য কাজ করে গিয়েছে পৌরসভার কর্মীরা। আজ তারাই অবসরপ্রাপ্ত। তাদের পেনশনের উপর নির্ভর করেই চলে সংসার। দীর্ঘ চার মাস ধরে পেনশন বকেয়া হয়ে থাকার কারণে তাঁরা চরম বিপাকের মধ্যে রয়েছেন। ভীষণই অর্থ কষ্টের মধ্যে দিন কাটছে তাদের। কবে তাঁদের সম্পূর্ণ বকেয়া পেনশন মিলবে সেই দিনের আশায় রয়েছেন ঝালদা পৌরসভার ৪২ জন অবসরপ্রাপ্ত কর্মীরা।
শমিষ্ঠা ব্যানার্জি