Katrina Kaif Pregnancy: সত্যিই কি অন্তঃসত্ত্বা? কবে মা হচ্ছেন ক্যাটরিনা? আসল সত্য ফাঁস হতেই তোলপাড়

Last Updated:
Katrina Kaif Pregnancy: আম্বানি পরিবারে গণেশ পুজোয় ক্যাটরিনা অনুপস্থিতিই উস্কে দিয়েছে প্রেগন্যান্সির জল্পনা৷ তবে ক্যাটকে দেখা না গেলেও আম্বানির গণেশ পুজোয় একাই উপস্থিত ছিলেন ভিকি কৌশল৷
1/6
বলিপাড়ার অন্দরে কান পাতলেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে৷  এই খবরে দিনভর তোলপাড়  টিনসেল টাউন। ভিকি ঘরনি নাকি  প্রেগন্যান্ট। এই  নিয়ে বি-টাউনের অন্দরে চর্চা শুরু হয়েছে৷
বলিপাড়ার অন্দরে কান পাতলেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে৷ এই খবরে দিনভর তোলপাড় টিনসেল টাউন। ভিকি ঘরনি নাকি প্রেগন্যান্ট। এই নিয়ে বি-টাউনের অন্দরে চর্চা শুরু হয়েছে৷
advertisement
2/6
 গণেশ চতুর্থীতে আম্বানি পরিবারে তারকাদের চাঁদের হাট বসেছিল৷ সেই উৎসবে বলিউডের সমস্ত তারকারা হাজির থাকলেও দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে৷ তারপর থেকে জোরদার জলঘোলা শুরু হয়েছে৷
গণেশ চতুর্থীতে আম্বানি পরিবারে তারকাদের চাঁদের হাট বসেছিল৷ সেই উৎসবে বলিউডের সমস্ত তারকারা হাজির থাকলেও দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে৷ তারপর থেকে জোরদার জলঘোলা শুরু হয়েছে৷
advertisement
3/6
আম্বানি পরিবারে গণেশ পুজোয় ক্যাটরিনা অনুপস্থিতিই উস্কে দিয়েছে প্রেগন্যান্সির জল্পনা৷ তবে ক্যাটকে দেখা না গেলেও আম্বানির গণেশ পুজোয় একাই উপস্থিত ছিলেন ভিকি কৌশল৷ এদিন ক্যাটরিনার বোনকেও দেখা গেছে৷
আম্বানি পরিবারে গণেশ পুজোয় ক্যাটরিনা অনুপস্থিতিই উস্কে দিয়েছে প্রেগন্যান্সির জল্পনা৷ তবে ক্যাটকে দেখা না গেলেও আম্বানির গণেশ পুজোয় একাই উপস্থিত ছিলেন ভিকি কৌশল৷ এদিন ক্যাটরিনার বোনকেও দেখা গেছে৷
advertisement
4/6
 বেশ কিছুদিন ধরেই  ক্যাটরিনার মা হওয়ার খবর নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷  তবে কি সত্যিই মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ৷ এবারও এত চর্চার মধ্যেও প্রেগন্যান্সি নিয়ে স্পিকটি নট তারকা দম্পতি৷
বেশ কিছুদিন ধরেই ক্যাটরিনার মা হওয়ার খবর নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ তবে কি সত্যিই মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ৷ এবারও এত চর্চার মধ্যেও প্রেগন্যান্সি নিয়ে স্পিকটি নট তারকা দম্পতি৷
advertisement
5/6
ভিকির সঙ্গে মাত্র ২ বছর ধরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্যাটরিনা ৷বিয়ের পর থেকে একাধিকবার মা হওয়ার খবরে নাম শোনা গেছে ক্যাটরিনার৷ তবে  এ নিয়ে কখন মন্তব্য করেননি ভিকি ঘরণী৷
ভিকির সঙ্গে মাত্র ২ বছর ধরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্যাটরিনা ৷বিয়ের পর থেকে একাধিকবার মা হওয়ার খবরে নাম শোনা গেছে ক্যাটরিনার৷ তবে এ নিয়ে কখন মন্তব্য করেননি ভিকি ঘরণী৷
advertisement
6/6
ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে সলমন খানের বিপরীতে 'টাইগার৩'- ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে৷ ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে, আপকামিং ছবির প্রমোশনেই নাকি সুখবর দেবেন ক্যাট, তবে এবিষয়ে কিছুই জানা যায়নি৷
ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে সলমন খানের বিপরীতে 'টাইগার৩'- ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে৷ ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে, আপকামিং ছবির প্রমোশনেই নাকি সুখবর দেবেন ক্যাট, তবে এবিষয়ে কিছুই জানা যায়নি৷
advertisement
advertisement
advertisement