আরও পড়ুন: Big News: ন্যাশনাল পেনশন স্কিমে হতে পারে বড় বদল! আপনার উপর কী প্রভাব পড়বে ?
অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, প্রাণী প্রতিপালনের ক্ষেত্রে পুরুলিয়া জেলার অনেক অগ্রগতি হয়েছে। ব্ল্যাক বেঙ্গল ও বনরাজ দুই জাতির ছাগল ও মুরগি পালন করে অনেকখানি লাভের আশা দেখতে পাওয়া গিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে মুরগির ছানা ও ছাগলের বাচ্চা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তারা এগুলি প্রতিপালন করার ফলে গ্রামীণ অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন, ন্যাশনাল ডিয়ারি রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে পুরুলিয়ায় পাহাড় ও জঙ্গল একসঙ্গে থাকায় ছাগল চাষ ও প্রতিপালনের ক্ষেত্রে প্রাকৃতিক অনেক সুবিধা রয়েছে। ফলতো আগামী দিনে মিট প্লান্ট তৈরির কথা চিন্তা করা হচ্ছে পুরুলিয়ায়।
advertisement
আরও পড়ুন: নতুন বছরে নতুন ব্যবসা শুরু করুন, পুঁজির দরকার নেই, ইন্টারনেট থাকলেই হবে!
১৩ থেকে ১৯শে ডিসেম্বর পর্যন্ত প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হবে রাজ্যজুড়ে। এইদিন পুরুলিয়ার রবীন্দ্র ভবন থেকে পশুপালনে অগ্রগতির জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়। আগামী দিনে পুরুলিয়ার মাটিতে পশু পালনের প্রসার ঘটবে এমনটাই আশা করা যাচ্ছে। পাশাপাশি বাড়বে কর্মসংস্থান।
শর্মিষ্ঠ ব্যানার্জি