এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় বলেন , ” বনদফরের ট্র্যাপ ক্যামেরায় জোড়া নেকড়ের যে ছবি ধরা পড়েছে তা সঠিক। এটি ইন্ডিয়ান গ্রে উলফ প্রজাতির নেকড়ে। মূলত এরা একযোগে দলবদ্ধভাবে থাকে কিন্তু ট্র্যাপ ক্যামেরায় দুটি নেকড়ের ছবিই সামনে এসেছে। শিয়ালের চেয়েও ধূর্ত , হিংস্র , ধূসর লাল পশম যুক্ত হয় এই নেকড়ে গুলি। কখনও একা , আবার কখনও এরা দলবদ্ধভাবে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। আশা করা যাচ্ছে এই বনাঞ্চলে এই প্রজাতির আরও অনেক নেকড়ে রয়েছে “।
advertisement
বনদফতর সূত্রে জানা গিয়েছে , অযোধ্যা পাহাড়ে ইতিপূর্বে এই ভারতীয় নেকড়ে বা ইন্ডিয়ান উলফের ব্যাপক হারে অস্তিত্ব থাকলেও বর্তমানে অনেকটাই বিলুপ্ত হয়ে গিয়েছে। তবে মানুষ সচেতন হলে বন্যপ্রাণ অনেকটাই রক্ষা করা যাবে। ইন্ডিয়ান উলফের পুরুষ জাতির ওজন হয়ে থাকে ১৯ থেকে ২৫ কেজির মধ্যে ও স্ত্রী উলফের ওজন হয়ে থাকে ১৭ থেকে ২২ কেজির মধ্যে। সকালের দিকে মূলত এরা পাহাড়ের খাঁজেই বেশি থাকে। সন্ধ্যে নামার পর এরা শিকারের খোঁজে বনের এদিক থেকে সে দিক ছুটে বেড়ায়।
আরও পড়ুন:
সম্প্রতি , ২৫০০ হেক্টর জঙ্গলে ঘেরা রাইকা পাহাড়ের ফের চারটি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। আর সেই ট্র্যাপ ক্যামেরার মধ্যেই ধরা পড়ে এই ভারতীয় নেকড়ে দুটি। পাশাপাশি ধরা পড়ে একটি ময়ূরও। নেকড়ে দুটির মধ্যে একটি পুরুষ ও অপরটি স্ত্রী এমনটাই মনে করছে বনদফতর পুরুলিয়া বনাঞ্চলে এর আগেও বনদফতরের ক্যামেরায় ধরা পড়েছে ময়ূর , হায়না , বন্যশুকর , প্যাঙ্গোলিন , সজারু , শ্লথ বিয়ার , লেপার্ডও। এবার সেই তালিকায় যোগ হল ইন্ডিয়ান উলফ তথা ভারতীয় নেকড়ের নাম। এই ছবি ধরা পরার পর থেকেই খুশির জোয়ার বইছে বনদফতরের মধ্যে।
শমিষ্ঠা ব্যানার্জি