Pinkydoll-Viral Video: এই যুবতীর বাড়ি বসে দিনে আয় ৫ লাখ ৮০ হাজার টাকা! আপনিও ঘরে বসেই লাখপতি হতে পারেন! কীভাবে? জানুন সহজ টিপস

Last Updated:

Pinkydoll-Viral Video: সহজেই এই পথে আপনিও ঘরে বসে করতে পারেন লাখ লাখ টাকা রোজগার! জানুন

কানাডা: সোশ্যাল মিডিয়া বস্তুটি আসার পর থেকে আমাদের জীবন কিন্তু অনেকটাই বদলে গিয়েছে। ফেসবুক থেকে টিকটক কিংবা ট্যুইটার সবেতেই মানুষের আগ্রহ রয়েছে। একে অপরকে হাতের মুঠোয় পেয়ে যাওয়া আরকি! তবে জানেন কী এই সোশ্যাল মিডিয়াই বহু মানুষকে রোজগারের পথ দেখাচ্ছে। হ্যাঁ, এ কথা আর নতুন নয়। ভাল চাকরি ছেড়ে দিয়ে ছেলে মেয়েরা আজকাল ইউটিউব ভিডিও বানাচ্ছে, রিল বানাচ্ছে। এবং যত ভিউ বাড়ছে তাদের রোজগার বাড়ছে। আর এই কাজ যখন ইচ্ছে করা যায়। ইচ্ছে না হলে না করলেও কোনও চাপ নেই। সম্প্রতি ২৭ বছরের এক যুবতী যা করেছেন তা জানলে অবাক হবেন!
ওই যুবতীর চ্যানেলের নাম পিঙ্কি ডল। তিনি কানাডার মনট্রেলের বাসিন্দা! এই যুবতী একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউবে চ্যানেল তো আছেই। সেই সঙ্গে টিকটকে তিনি রাতারাতি ভাইরাল হয়েছেন। এখন তিনি প্রতিদিন ৫ লক্ষ ৮০ হাজার টাকা প্রতিদিন আয় করেন। তার জন্য তিনি শুধু ভিডিও শেয়ার করেন। কিন্তু কী সেই ভিডিও। সম্প্রতি পিঙ্কি ডল একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি আইসক্রিম খেতে খেতে কথা বলছেন। তবে তাঁর কথা সাধারণের মতো নয়। ভিডিও গেম খেলার সময় যে ধরণের শব্দ হয় গেমে, ঠিক সেই সব শব্দ তিনি কথার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে করতে থাকেন। যা সত্যিই অবাক করা। কোটি কোটি মানুষ এই ভিডিও দেখছেন। রাতারাতি সুপারস্টার এই যুবতী। তবে এমনটা আপনিও করতে পারেন!
advertisement
advertisement
যারা ভাবছেন ভ্লগ করে বা ভিডিও করে রোজগার করবেন তাদের জন্য রয়েছে টিপস। প্রথমত, যা খুশি ভিডিও বানালে চলবে না। আপনার মধ্যে এমন কিছু প্রতিভা থাকতে হবে যা মানুষ পছন্দ করবে। হতে পারে সেটা আপনি নিজে ভেবেও দারুণ কন্টেন্ট তৈরি করলেন। শুধু নাচ বা গানের সঙ্গে লিপ মিলিয়ে রিলস বানালে কিন্তু আসলে কোনও লাভ নেই। ভাল ঘুরতে যাওয়ার ভিডিও করতে পারেন।
advertisement
আরও পড়ুন:  
কারেন্ট ভাইরাল বিষয় নিয়ে আলোচনা বা মজার ভিডিও রিক্রেয়েট করতে পারেন। পলিটিকাল বিষয়েও মজা করতে পারেন বা আলোচনা। তবে কাউকে ছোট করে নয়। নিজের জীবনের নানা ঘটনা লোকের সামনে তুলে ধরতে পারেন। মোট কথা যেন তেন প্রকারে আপনার ভিডিওতে ইউনিক কিছু থাকতেই হবে। তবেই এমন ভাইরাল এবং রোজগার সম্ভব! তবে ক্রিয়েটিভ মানুষদের কাছে এ আর এমন কী শক্ত কাজ!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Pinkydoll-Viral Video: এই যুবতীর বাড়ি বসে দিনে আয় ৫ লাখ ৮০ হাজার টাকা! আপনিও ঘরে বসেই লাখপতি হতে পারেন! কীভাবে? জানুন সহজ টিপস
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement