TRENDING:

Purulia News : ১৭০টি পরিবারের ভরসা একটি মাত্র পুকুর! পুরুলিয়ার এই গ্রামের কথা জানলে আতঙ্ক হবে!

Last Updated:

Purulia News: খাবার জল থেকে শুরু করে সব কিছুতে কাজে লাগে ওই পুকুরের জল! সেখানেই ঘটল কাণ্ড! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : দীর্ঘ প্রায় তিন মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে সোলার পাম্প। পানীয় জলের যোগান দিতে একমাত্র ভরসা পুকুরের জল। অবিলম্বে সোলার পাম্প সংস্কারের দাবি জানাচ্ছে গ্রামবাসীরা। ঘটনা পুরুলিয়ার কোটশিলা থানার অন্তর্গত বামনিয়া বেলেডি গ্রাম পঞ্চায়েতের কুড়িয়াম গ্রামের। গ্রামবাসীদের অভিযোগ , দীর্ঘ তিন মাস ধরে সোলার পাম্প খারাপ হয়ে থাকায় তারা চরম জনসংকটের মধ্যে পড়ে রয়েছে। এ গ্রামে মোট ১৭০ টি পরিবারের বাস।
advertisement

গ্রামবাসীদের জলের একমাত্র ভরসা গ্রামে অবস্থিত পুকুরটি। যে কোনো অনুষ্ঠানেও এই পুকুরের জলের উপরই নির্ভর করে থাকতে হয় গ্রামবাসীদের। গ্রীষ্মের দিনে জলের সমস্যা আরও অনেকটাই বেড়ে যায়। চরম হয়রানির মধ্যে পড়তে হচ্ছে তাদের। বারংবার বিষয়টি জানিও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। অবিলম্বে সোলার পাম্পটি সংস্কার করা হোক। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তথা ঝালদা ২ নম্বর ব্লক কৃষি কর্মাধ্যক্ষ পদ্মলোচন কুমার জানান , জলের সমস্যা অনেকটাই রয়েছে গ্রামবাসীদের। বিষয়টি বিডিওকে জানানো হবে। সমস্যাটি যাতে দ্রুত সমাধান করা হয় সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

আরও পড়ুন:  কমছে মাটির তলার জলস্তর! বড় বিপদের আশঙ্কা! বাঁচতে হলে করতে হবে এই কাজ! জানুন

আরও পড়ুন:

জলের সমস্যা পুরুলিয়া শহরে বরাবরের। গরের দিনে এই পানীয় জলের সমস্যা আরও অনেকটাই বেড়ে যায়। যথাযথ পানীয় জলের অভাবে নানান সমস্যার মুখে পড়তে হয়, জেলার বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষদের। একইভাবে কুড়িয়াম গ্রামের মানুষেরা চরম জল সংকটে ভুগছেন। গ্ৰীষ্ণের দিনে পানীয় জল সংগ্রহ করতে নাজেহাল হতে হচ্ছে গোটা গ্রামবাসীকে। কবে তাদের গ্রামে সোলার পাম্প সংস্কার হবে সেই সুদিনের আশায় দিন গুনছে গোটা কুড়িয়াম গ্রামের বাসিন্দারা।

advertisement

পুরুলিয়া খবর | Latest Purulia News

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : ১৭০টি পরিবারের ভরসা একটি মাত্র পুকুর! পুরুলিয়ার এই গ্রামের কথা জানলে আতঙ্ক হবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল