গ্রামবাসীদের জলের একমাত্র ভরসা গ্রামে অবস্থিত পুকুরটি। যে কোনো অনুষ্ঠানেও এই পুকুরের জলের উপরই নির্ভর করে থাকতে হয় গ্রামবাসীদের। গ্রীষ্মের দিনে জলের সমস্যা আরও অনেকটাই বেড়ে যায়। চরম হয়রানির মধ্যে পড়তে হচ্ছে তাদের। বারংবার বিষয়টি জানিও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। অবিলম্বে সোলার পাম্পটি সংস্কার করা হোক। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তথা ঝালদা ২ নম্বর ব্লক কৃষি কর্মাধ্যক্ষ পদ্মলোচন কুমার জানান , জলের সমস্যা অনেকটাই রয়েছে গ্রামবাসীদের। বিষয়টি বিডিওকে জানানো হবে। সমস্যাটি যাতে দ্রুত সমাধান করা হয় সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: কমছে মাটির তলার জলস্তর! বড় বিপদের আশঙ্কা! বাঁচতে হলে করতে হবে এই কাজ! জানুন
আরও পড়ুন:
জলের সমস্যা পুরুলিয়া শহরে বরাবরের। গরের দিনে এই পানীয় জলের সমস্যা আরও অনেকটাই বেড়ে যায়। যথাযথ পানীয় জলের অভাবে নানান সমস্যার মুখে পড়তে হয়, জেলার বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষদের। একইভাবে কুড়িয়াম গ্রামের মানুষেরা চরম জল সংকটে ভুগছেন। গ্ৰীষ্ণের দিনে পানীয় জল সংগ্রহ করতে নাজেহাল হতে হচ্ছে গোটা গ্রামবাসীকে। কবে তাদের গ্রামে সোলার পাম্প সংস্কার হবে সেই সুদিনের আশায় দিন গুনছে গোটা কুড়িয়াম গ্রামের বাসিন্দারা।
পুরুলিয়া খবর | Latest Purulia News
শমিষ্ঠা ব্যানার্জি