Malda News | Water Crisis: কমছে মাটির তলার জলস্তর! বড় বিপদের আশঙ্কা! বাঁচতে হলে করতে হবে এই কাজ! জানুন

Last Updated:

Malda News | Water Crisis: সামনেই বড় বিপদ। এখন থেকে এই কাজ না করলে ঘটতে পারে চরম সর্বনাশ! জানুন

+
title=

মালদহ:  ভূগর্ভস্থ জলস্তর পর্যাপ্ত পরিমাণে রাখতে অভিনব উদ্যোগ প্রশাসনের। বৃষ্টির জল বিশেষ মাধ্যমে পুনরায় মাটির নিচে পাঠানোর পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকারের আরবান ও পলিউশন কন্ট্রোল বিভাগ। মূলত শহরাঞ্চলে এই প্রকল্পের কাজ করা হবে। দিনের পর দিন ভূগর্ভস্থ জল লাগামছাড়া তোলার ফলে ধীরে ধীরে জলস্তর অনেক নিচে নেমে যাচ্ছে। জল সংকট দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়। এমন পরিস্থিতিতে ভূগর্ভস্থ জলস্থার বৃদ্ধি করতে এবার বিশেষ প্রকল্প নিয়ে আসছে সরকার।
প্রতিটি পুরসভা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই মর্মে। বড় বড় ভবন আবাসন ও বিভিন্ন বাড়িতে বৃষ্টির যে জল জমা হয় তা বিশেষ পদ্ধতিতে পাইপের মাধ্যমে মাটির নিচে পাঠানো হবে। এমনকি শহরে ব্যবহৃত যে জল ড্রেনের মাধ্যমে বিভিন্ন নদী খাল বিলে ফেলা হয় সেগুলিকেও মাটির নিচে পাঠানো হবে। তার জন্য ড্রেনের পাশেই তৈরি করা হবে চৌবাচ্চা সেই চৌবাচ্চার মাধ্যমে জলগুলিকে মাটির নিচে পাঠানোর ব্যবস্থা করা হবে। মালদহ ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নির্দেশিকা পেয়েছে। আগামী নির্দেশ পেলেই পুরসভার পক্ষ থেকে এই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
advertisement
advertisement
আরও পড়ুন:
শুধু তাই নয়, পরিবেশ পরিচ্ছন্ন ও ভারসাম্য সঠিক রাখতে বৃক্ষরোপনের ওপরেও জোর দেওয়ার বিশেষ পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। বিদ্যুতের ঘাটতি মেটাতে শহরের পথবাতি ও বিভিন্ন জায়গায় বিদ্যুতের পরিবর্তে সোলার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। বৃষ্টির জল বা বিভিন্ন কাজে ব্যবহৃত নোংরা জল পুনরায় মাটির নিচে পাঠাতে পারলে অনেক ক্ষেত্রেই উপকার হবে সমাজের। পরিসংখ্যান বলছে ক্রমশ ভূগর্ভস্থ জল অনেকটাই নিচে নেমে গিয়েছে। আগামীতে এই সংকট আরো বৃদ্ধি পাবে। আগামী প্রজন্ম যাতে সমস্যায় না পড়ে তার জন্যই আগাম চিন্তা ভাবনা প্রশাসনের। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, আগামী নির্দেশিকা পেলেই আমরা কাজ শুরু করব। অভিনব এই পরিকল্পনা। বৃষ্টির জল সরাসরি মাটির নিচে পাঠাতে পারলে শহরের বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা দূর হবে। এছাড়াও ভূগর্ভস্থ জলের স্তর ঠিক থাকবে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News | Water Crisis: কমছে মাটির তলার জলস্তর! বড় বিপদের আশঙ্কা! বাঁচতে হলে করতে হবে এই কাজ! জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement