Siliguri News: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এবার দেখা যাবে সিংহ, জিরাফ! পুজোর আগে বিরাট চমক!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Siliguri News: পুজোর আগেই বিরাট খবর। সিংহ দর্শন সঙ্গে মিলবে জিরাফও! জানুন
শিলিগুড়ি : খুব তাড়াতাড়ি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহ ও জিরাফ। সমস্তকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই সাফারি পার্কে সিংহের দর্শন পাওয়া যেতে পারে। সাফারি পার্কের ভেতরে কাজের তৎপরতা দেখে অন্তত এমনটাই মনে করা যাচ্ছে। ইতিমধ্যেই সাফারি পার্কের পরিকাঠামো পরিদর্শন করে গিয়েছে কেন্দ্রের বিশেষ দল। তাই কিছু দিন ধরে সাফারি পার্কের ভিতরে দফায় দফায় বৈঠক চলছে। কোন এনক্লোজারে কতটা জায়গা প্রয়োজন, কত কর্মী প্রয়োজন, কী কী করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে সূত্রের খবর।
সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার বলেন, “আমাদের প্রস্তুতি চলছে। ল্যান্ড আইডেন্টিফিকেশন করা হচ্ছে। শীঘ্রই সিংহ আসবে।’ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার, হিমালয়ান ব্ল্যাক বিয়ারের পর এবার সিংহ, জিরাফ, জেব্রা আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য বন দফতর। সেই মতো ওয়েস্টবেঙ্গল জু অথরিটির পক্ষ থেকে সেন্ট্রাল জু অথরিটির কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সিংহ, জেব্রা, জিরাফ আনার অনুমতি দেওয়া হবে তার কারণ হিসেবে বর্তমানে সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সফল প্রজনন, ভালুকের প্রজনন সহ একাধিক বিষয় তুলে ধরা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন:
সেন্ট্রাল জু অথরিটির দিক থেকে প্রাথমিকভাবে সবুজ সংকেত মিলেছে। তাই পার্কে ল্যান্ড আইডেন্টিফিকেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। কতটা জায়গা সিংহের জন্য প্রয়োজন, কতটা প্রয়োজন জিরাফ বা জেব্রার জন্য সেইসমস্ত বিষয় নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে পুজোর আগেই শিলিগুড়ির সাফারি পার্কে সিংহ চলে আসতে পারে বলে সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে। তারই তোড়জোড় শুরু হয়েছে পার্কে। ল্যান্ড আইডেন্টিফিকেশন হলেই ফেন্সিং দেওয়ার কাজ শুরু হবে। পার্কের পরিকাঠামো উন্নয়নে যা যা প্রয়োজন সেগুলির একটি তালিকা তৈরি করে রাজ্য জু অথরিটির কাছে পাঠানো হবে। নতুন জন্তু নিয়ে আসার আগেই এই কাজগুলি করে নেওয়া হবে বলে সাফারি পার্কের কর্তারা জানিয়েছেন।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 8:28 PM IST