Murshidabad News: বলির পাঁঠার মাংস সঙ্গে ভাত! বাগানে বসে খেতেই ঘটে গেল এই কাণ্ড! মুর্শিদাবাদে শোরগোল

Last Updated:

Murshidabad News: কে জানত ঘটতে পারে এই কাণ্ড! পাঁঠার মাংসেই ঘটে গেল সর্বনাশ! জানুন

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার শ্রীহরিপুর ও শিবনগর এলাকা থেকে বর্ধমানের জামালপুরে বাবা স্থানে গিয়ে খাবার খেয়ে অসুস্থ ৩৫-৪০ জন। পুরুষ ও মহিলা মিলে প্রায় ৮ জন মত হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। বাকিরা বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাদের প্রত্যেকের পেটে ব্যথা জ্বর ও বমি। বর্তমানে ১৫জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
সদানন্দ মন্ডল জানান, গত শুক্রবার বর্ধমানের জামালপুর বাবা স্থানে গিয়েছিলাম সেখানে রাতে থেকে মানত করা পাঁঠা বলি দিয়ে ওই মাংস নিয়ে পাশের একটি বাগানে রান্না করা হয়েছিল ওই মাংস সবাই খেয়েছে তারপর বাড়ির জন্য নিয়ে আসা হয়েছিল। বাড়িতে যারা যারা এই মাংস খেয়েছিল তাদের সবার পেটে ব্যথা বমি জ্বর অসহ্য যন্ত্রণা। এই সব উপসর্গ দেখা দেয়, তারপর আজকে দুপুর থেকে এক এক করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য আসে।
advertisement
advertisement
কেউ কেউ আবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবার কেউ বেসরকারি নার্সিং হোম চিকিৎসাধীন বলে জানা যায়। অনুমান করছে ওই খাবারে মরা টিকিটিকি বা বিষাক্ত কিছু পড়েছিল আর সেই কারণে সকলের একই উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মোঃ সাফি জানান, বর্তমানে সকলেই আপাতত সুস্থ রয়েছে কয়েকজন চিকিৎসাধীন আছে স্বাস্থ্য কেন্দ্রে। এবং যারা সুস্থ হয়ে বাড়ি গিয়েছে, তাদেরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বলির পাঁঠার মাংস সঙ্গে ভাত! বাগানে বসে খেতেই ঘটে গেল এই কাণ্ড! মুর্শিদাবাদে শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement