হোম /খবর /হুগলি /
দিনের বেলায় সাধু! রাত বাড়লেই শুরু নাচ! হুগলিতে বিরাট ঘটনা! দেখুন ভিডিও

Hooghly News: দিনের বেলায় সাধু! রাত বাড়লেই শুরু নাচ! হুগলিতে বিরাট ঘটনা! দেখুন ভিডিও

X
দুর্গা [object Object]

Hooghly News: রাতের অন্ধকারে এসব কী ঘটছে হুগলীতে! জানুন

  • Share this:

হুগলি: বেআইনি কাজ শুরু হয়েছে মন্দির চত্বরে। এমনকি যিনি গুরু তাকে নিয়েও সন্দেহের অবকাশ নেই মানুষের মনে। এমনই ঘটনার সাক্ষী হুগলির উত্তরপাড়া পুরসভার হিন্দু মটর এলাকার আনন্দ ঘাট লেনের বাসিন্দারা। অসাধু ব্যক্তিদের আনাগনায় কুলুষিত হচ্ছে মন্দির চত্বর। একই সঙ্গে সরকারের জমি দখল করে চলছে বেআইনি নির্মাণ। এই মর্মেই পুলিশ ও মহাকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

স্থানীয় সূত্রে খবর, দিনের বেলা সাধুবেশ আর রাত্রি হলেই চলছে নেশার আসর! অশ্লীল কাজ কর্মের জন্য অতিষ্ঠ এলাকার মানুষ। সাধুর বেশ ধরে  পরে অকথ্য নৃত্য করছেন তিনি। নিজেকে দুর্গা মহারাজ নামে পরিচয় দেন। যদিও তার আসল নাম সায়ন্তন পাল। এলাকাবাসীর অভিযোগ সায়ন্তন ওরফে দুর্গা মহারাজ ও তার সাঙ্গোপাঙ্গরা এলাকার মধ্যে অসাধু বাতাবরণ তৈরি করে রেখেছে। একইসঙ্গে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ তাদের কারণে।এছাড়াও কর্পোরেশনের জমি অবৈধভাবে দখল করে বেআইনি নির্মাণের অভিযোগও উঠছে সায়ন্তন পালের বিরুদ্ধে । এই মর্মে এলাকাবাসীরা ইতিমধ্যেই জেলাশাসক থেকে শুরু করে মহকুমা শাসক ,উত্তরপাড়া পৌরসভা, উত্তরপাড়া থানায় লিখিত আকারে অভিযোগ করেছেন ।

আরও পড়ুন:  দৌড়ানো কালী! গোটা এলাকায় তাণ্ডব! বালুরঘাটে যা ঘটল

আরও পড়ুন:

বেআইনি নির্মাণের বিরুদ্ধে উত্তরপাড়া পৌরসভা নোটিশ জারি করেছে এবং পুলিশকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন করেছে । এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব বলেন এলাকাবাসীদের পক্ষ থেকে একটি অভিযোগ আমাদের কাছে হয়েছে তার ভিত্তিতেই আমরা এই বেআইনি নির্মাণ বন্ধ করার নোটিশ জারি করেছি। যদিও গোটা ঘটনায় বিজেপির জেলা সম্পাদক ইন্দ্রনীল দত্ত অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে । তিনি বলেন পৌরসভা এলাকাবাসীর চাপে বেআইনি নির্মাণ বন্ধের নোটিশ জারি করলেও এখনও কাজ চালু রেখেছে সায়ন্তন পাল ওরফে দুর্গা মহারাজ। এলাকাবাসীরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে তাদের হুমকি দেওয়া হচ্ছে তাদের বলা হচ্ছে পুলিশকে তিনি নাকি টাকা দিয়ে কিনে রেখেছে । কিন্তু মানুষের অন্ধ বিশ্বাসকে কাজে লাগিয়ে ভন্ড সাধুরা এইভাবে আর কতদিন ব্যবসা চালাবে সেই প্রশ্ন তুলছে অভিজ্ঞ মহল।

রাহী হালদার

Published by:Piya Banerjee
First published:

Tags: Hooghly news, Uttarpara