South Dinajpur News : দৌড়ানো কালী! গোটা এলাকায় তাণ্ডব! বালুরঘাটে যা ঘটল
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur News : এমন ঘটনা আগে শোনেননি! একী ঘটছে বালুরঘাটে? জানুন
দক্ষিণ দিনাজপুর :কথাতেই আছে, বাংলায় বারো মাসে তেরো পার্বন। বাংলার কোণায় কোণায় রয়েছে বৈশাখের বিভিন্ন লৌকিক সংস্কৃতি।তেমনই একটি লৌকিক পুজো হল বালুরঘাট শহরের চামুণ্ডাতলার চামুণ্ডা পুজো। কালীর মুখোশসহ প্রতিরূপ নিয়ে এক ভক্তের মাথায় চেপে মা গোটা এলাকা দৌড়ে বেড়ান। এই ঘটনা কবে থেকে সূত্রপাত তা সঠিক ভাবে না বলা গেলেও এলাকা জুড়ে মা দৌড়ানো কালী নামেই খ্যাত রয়েছেন।
উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বটতলা এলাকায় চামুণ্ডা মায়ের পুজো হয় বৈশাখের শেষ মঙ্গলবার আর এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা। এলাকায় ভক্তদের ভিড় জমে।বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে মন্দিরে মায়ের আগমন ঘটে।প্রত্যেকবারের মতো এবারেও ঐতিহ্য মেনে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। রীতিমতো সকাল থেকেই পুজো শুরু হয় ও পুজো থেকে ভক্তের কার্যক্রম অনুষ্ঠিত হয়। যা প্রবল ভক্তি ও শ্রদ্ধার সাথে।এমন এক অভিনব পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গনে।মাকে একটিবার দর্শনের ইচ্ছায়। মায়ের পুজোর আগে পুরো এলাকা জুড়ে প্রায় সাত দিন ধরে চলে প্রত্যেকের বাড়িতে নিরামিষ। অনেক নিয়ম পালন করে চলেন পুজোকে ঘিরে ভক্তরা।
advertisement
advertisement
কথিত আছে, বহু বছর আগে নদীর জলে ভেসে এসেছিল চামুণ্ডা মায়ের মুখোশটি। বর্তমানে যে স্থানে মায়ের মন্দির সেখানেই পড়ে থাকতে দেখা যায় সেই চামুণ্ডা মায়ের মুখোশ।এর পরেই, ধুম ধাম করে প্রতিষ্ঠা করা হয় মা চামুণ্ডাকে।আর সেই দিন থেকে এখন প্রতিবছরই মা ওই দিনে পূজিত হন। পুজোয় ৫ হাজার ভক্তের সমাগম হয়। লক্ষাধিক পূর্ণ্যার্থী পুজো উপলক্ষে মন্দিরে ভিড় করেন। পুজো উপলক্ষে মেলাও বসে।কদমা ও খাজা-বাতাসার মানতের ঢল নামে মন্দিরে।সোনা রুপোর অলঙ্কার নিয়ে পুজো দিতে লম্বা লাইন পড়ে।দেবীর পুজোর পাশাপাশি প্রসাদ বিতরণও চলে। মেলায় হরেক রকমের দোকান বসে। খাবার থেকে শুরু করে নানান জিনিসের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 4:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News : দৌড়ানো কালী! গোটা এলাকায় তাণ্ডব! বালুরঘাটে যা ঘটল