TRENDING:

Purulia News: রক ক্লাইম্বিং ফেস্টিভ্যাল শেষ হল পুরুলিয়ার তিলাবনিতে, দেখুন

Last Updated:

বেঙ্গল বোল্ডারিং ফেস্টিভ্যাল সিজন ২ অনুষ্ঠিত হয়ে গেল পুরুলিয়া জেলার তিলাবনি পাহাড়ে। ‌দেশ-বিদেশের বহু রক ক্লাম্বাররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরুলিয়া: বেঙ্গল বোল্ডারিং ফেস্টিভ্যাল ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল পুরুলিয়া জেলার হুড়া থানার অন্তর্গত তিলাবনি পাহাড়ে। বিগত বছরের ন্যায় এ বছরও দেশ-বিদেশের বহু রক ক্লাইম্বাররা এই অনুষ্ঠানে যোগদান করেন। গত ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছিল এই ফেস্টিভ্যাল চলল ৩  ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে রক ক্লাইম্বাররা এসে পৌঁছেছিল পুরুলিয়া জেলার তিলাবনি পাহাড়ে।
advertisement

বেঙ্গল বোল্ডারিং এর সদস্যরা বিগত বছর থেকেই এই বোল্ডারিং ফেস্টিভ্যালের আয়োজন করছে। ৫ থেকে ৬ জন রক ক্লাইম্বারদের যৌথ উদ্যোগে এই ফেস্টিভ্যালটি শুরু হয়েছে। প্রাকৃতিক দিক থেকে তিলাবনী পাহাড় বোল্ডারিং এর জন্য একেবারেই উপযুক্ত। তাই এই জায়গাটিকেই বোল্ডারিং ফেস্টিভ্যালের জন্য নির্ধারিত করা হয়েছে বলে জানান বেঙ্গল বোল্ডারিং টিমের সদস্য রিপন সিংহ।

advertisement

আরও পড়ুন: বেড়েই চলেছে ডিমের দাম, কিন্তু কেন? কারণ শুনলে মাথায় হাত দিতে হবে!

এই ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী রক ক্লাইম্বাররা জানান, তারা এই ফেস্টিভ্যালে যোগ দিতে পেরে ভীষণ খুশি। আগামী বছরও তারা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। এই ধরনের আরো রক ক্লাইম্বিং ফেস্টিভ্যাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় করা হোক এমনটাই দাবি রেখেছেন তারা।

advertisement

আরও পড়ুন: সন্ধ্যা নামলেই রেড অ্যালার্ট কলকাতার আকাশে! খুবই উদ্বেগজনক পরিস্থিতি

বর্তমান প্রজন্মের কাছে রক্লাইমিং এর বিপুল চাহিদা রয়েছে। তাই মাউন্টেনিয়ারদের পাশাপাশি বাড়ছে রক ক্লাইম্বারদের সংখ্যা। ‌ রক ক্লাইম্বিং এর জন্য পুরুলিয়া জেলার তিলাবনি পাহাড় অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের তথা দেশের বাইরে ও তিলাবনি পাহাড়ের রক ক্লাইম্বিং এর কথা প্রচারিত হচ্ছে। আগামী দিনে রক ক্লাইম্বারদের পছন্দের অন্যতম ডেস্টিনেশন হয়ে চলেছে এই তিলাবনি পাহাড় বলে মনে করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: রক ক্লাইম্বিং ফেস্টিভ্যাল শেষ হল পুরুলিয়ার তিলাবনিতে, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল