বেঙ্গল বোল্ডারিং এর সদস্যরা বিগত বছর থেকেই এই বোল্ডারিং ফেস্টিভ্যালের আয়োজন করছে। ৫ থেকে ৬ জন রক ক্লাইম্বারদের যৌথ উদ্যোগে এই ফেস্টিভ্যালটি শুরু হয়েছে। প্রাকৃতিক দিক থেকে তিলাবনী পাহাড় বোল্ডারিং এর জন্য একেবারেই উপযুক্ত। তাই এই জায়গাটিকেই বোল্ডারিং ফেস্টিভ্যালের জন্য নির্ধারিত করা হয়েছে বলে জানান বেঙ্গল বোল্ডারিং টিমের সদস্য রিপন সিংহ।
advertisement
আরও পড়ুন: বেড়েই চলেছে ডিমের দাম, কিন্তু কেন? কারণ শুনলে মাথায় হাত দিতে হবে!
এই ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী রক ক্লাইম্বাররা জানান, তারা এই ফেস্টিভ্যালে যোগ দিতে পেরে ভীষণ খুশি। আগামী বছরও তারা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। এই ধরনের আরো রক ক্লাইম্বিং ফেস্টিভ্যাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় করা হোক এমনটাই দাবি রেখেছেন তারা।
আরও পড়ুন: সন্ধ্যা নামলেই রেড অ্যালার্ট কলকাতার আকাশে! খুবই উদ্বেগজনক পরিস্থিতি
বর্তমান প্রজন্মের কাছে রক্লাইমিং এর বিপুল চাহিদা রয়েছে। তাই মাউন্টেনিয়ারদের পাশাপাশি বাড়ছে রক ক্লাইম্বারদের সংখ্যা। রক ক্লাইম্বিং এর জন্য পুরুলিয়া জেলার তিলাবনি পাহাড় অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের তথা দেশের বাইরে ও তিলাবনি পাহাড়ের রক ক্লাইম্বিং এর কথা প্রচারিত হচ্ছে। আগামী দিনে রক ক্লাইম্বারদের পছন্দের অন্যতম ডেস্টিনেশন হয়ে চলেছে এই তিলাবনি পাহাড় বলে মনে করা হচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি