বিগত দিনে প্রশাসনের পক্ষ থেকে সেতুর বেশকিছু অংশ মেরামত করা হয়েছিল। কিন্তু আবারও যান চলাচলের ফলে জরাজীর্ণ দশা হয়ে দাঁড়িয়েছে সেতুটির। যেকোনও সময় ভেঙ্গে যেতে পারে ব্যস্ততম এই সেতুটি। একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করছেন নিত্যযাত্রীরা।
আরও পড়ুন- গভীর সংকটের মুখে পুরুলিয়ায়! তৎপর বিজ্ঞান মঞ্চ
advertisement
স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত তাদের এই ভগ্নপ্রায় সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হয়। ওভারলোড গাড়ি যাতায়াতের কারণেই সেতুর এই বেহাল অবস্থা হয়েছে। ব্রিজের রাস্তাও যথেষ্ট সংকীর্ণ , তার ফলে দু-দিক থেকে গাড়ি একসাথে পারাপার করতে পারে না। প্রশাসন যাতে অতিসত্বর এই সেতু মেরামতের উদ্যোগ নেয় সে বিষয়ে আবেদন করছেন তারা।
ঝালদা দু - নম্বর ব্লকের বিডিওকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন , বিষয়টি নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। জেলা পরিষদকেও বিষয়টি জানানো হয়েছে। সেতুটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।
ঝালদা ২ নম্বর ব্লকের অন্যতম ব্যস্ত রাস্তা এই কাঁচাহাতু সেতুটি। রুটি রুজির টানে বহু মানুষ এই সেতুর উপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। সেতুর এই ভয়ঙ্কর দশার ফলে চরম আতঙ্কের মধ্যে ভুগছেন তারা। একপ্রকার জীবন বাজি রেখেই নৃত্য যাতায়াত করছেন তারা।
শর্মিষ্ঠা ব্যানার্জি