Purulia News: গভীর সংকটের মুখে পুরুলিয়ায়! তৎপর বিজ্ঞান মঞ্চ

Last Updated:

জলের সমস্যা পুরুলিয়া শহরে বরাবর। তার মধ্যে গুরুত্বপূর্ণ জলাশয় গুলির এই রকম বেহাল অবস্থায় জল সংকটের আশঙ্কায় শহরবাসী। 

+
গভীর

গভীর সংকটের মুখে পুরুলিয়ায়

পুরুলিয়া: সংকটে রয়েছে পুরুলিয়া শহরে অবস্থিত জলাশয় গুলি। শহরের প্রায় সমস্ত জলাশয়ই সংস্কারের অভাবে পানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। নিবারণ সহের সাহেব বাঁধ , রাজা বাঁধ , দুলমি বাধ , রাম বাঁধ একের পর এক জলাশয় রয়েছে চরম সংকটে। দেখে মাঠ বলে মনে হচ্ছে। জলের সমস্যা পুরুলিয়া শহরে বরাবর। তার মধ্যে গুরুত্বপূর্ণ জলাশয় গুলির এই রকম বেহাল অবস্থায় জল সংকটের আশঙ্কায় শহরবাসী।
জলাশয়গুলি সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে পুরুলিয়া বিজ্ঞান মঞ্চ। শহরবাসীর জনমত সংগ্রহ করার লক্ষ্যে তারা নিয়েছে এক অভিনব কর্মসূচি। শহরের বিভিন্ন জায়গায় গণস্বাক্ষর অভিযান শুরু করেছে বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
advertisement
এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে চিকিৎসক নয়ন মুখার্জি বলেন , যেভাবে শহরে হাইরাইজ বিল্ডিং নির্মাণ করার জন্য পুকুর বোজানো থেকে শুরু করে কচুরিপানায় গুরুত্বপূর্ণ জলাশয় গুলি ঢেকে গিয়েছে। তাতে আগামী দিনে শহরবাসী জন্য বড় বিপদ অপেক্ষা করছে। চরম জনসংকটে ভুগতে পারে শহরবাসী। পুরুলিয়া পৌরসভার দিকে আঙ্গুল তোলেন তিনি। বারংবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হলেও কোন সমাধান হয়নি বলেও দাবি করেন তিনি।
advertisement
পুরুলিয়া শহরে অবস্থিত ঐতিহ্যবাহী এই জলাশয় গুলির এহেন বেহাল অবস্থার কারণে আগামী দিনে শহরের মানুষেরা চরম বিপাকে পড়বে বলে মনে করছে বিশিষ্টজনেরা। যত দ্রুত সম্ভব এই জলাশয় গুলি সংস্কার হোক এমনটাই চাইছেন শহরবাসী।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: গভীর সংকটের মুখে পুরুলিয়ায়! তৎপর বিজ্ঞান মঞ্চ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement