Purulia offbeat News|| মদ খেলেই ঘটে সাংঘাতিক কাণ্ড! পুরুলিয়ার এই গ্রামে অবাক করা রীতি, জানলে আঁতকে উঠবেন নিশ্চিত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Purulia offbeat News: নেশার কবলে পড়ে যুব সমাজের অনেক ক্ষতি হচ্ছে। গ্রামের মানুষদের নেশা থেকে বিরত রাখতে চিতিডি ষোলআনা কমিটি এই উদ্যোগ নিয়েছে।
পুরুলিয়া: নেশামুক্ত গ্রাম গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিল পুরুলিয়ার মানকিয়ারি গ্রাম পঞ্চায়েত অধীনস্ত আরসা থানার অন্তর্গত চিতিডি গ্রামের ষোলআনা কমিটি। রীতিমতো গ্রামের রাস্তার মুখে ফলক বসিয়ে মদ খাওয়া বন্ধ করার জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
পুরুলিয়ার এই গ্রামের প্রবেশ পথেই লেখা রয়েছে, 'এই গ্রামে মদ বিক্রি করা, মদ খাওয়া, মদ খেয়ে মাতলামি করা সম্পূর্ণ নিষিদ্ধ। গ্রামের ব্যক্তি অথবা অন্য কোনও গ্রামের পরিচিত, অপরিচিত ব্যক্তি, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সকলের ক্ষেত্রেই এই ঘোষণা জারি করা হয়েছে। যদি কেউ তাহার অন্যথা করে, তাহলে-চিতিডি ষোলআনা কমিটির বিবেচনা ও সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে শাস্তি পেতে হবে।' আর এই ঘটনার খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলায়।
advertisement
আরও পড়ুনঃ সিকিমে তুষারপাতে আটকে পর্যটকরা, উদ্ধারে নামল সেনা, এখন কী পরিস্থিতি?
সূত্রের খবর, বেশ কিছুদিন আগে আবগারি দফতরের পক্ষ থেকেও এই বিষয়টি খতিয়ে দেখা হয়। এ বিষয়ে গ্রামের বাসিন্দা তথা ষোলোআনা কমিটি সদস্যদের দাবি, নেশার কবলে পড়ে যুব সমাজের অনেক ক্ষতি হচ্ছে। গ্রামের মানুষদের নেশা থেকে বিরত রাখতে চিতিডি ষোলআনা কমিটি এই উদ্যোগ নিয়েছে। চিতিডি ষোলআনা কমিটি যৌথভাবে সভা করে এই সিদ্ধান্ত জানিয়েছে গ্রামের বাসিন্দাদের। এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে গ্রামের মানুষদের অনেকটাই উপকার হবে বলে তাদের আশা।
advertisement
advertisement
নেশার কবলে পরে যুব সমাজ কার্যত অন্ধকার দিকে চলে যাচ্ছে। মদের নেশায় আসক্ত হয়ে বহুক্ষেত্রে দেখা যায় অনেকে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন, সাংসারিক অশান্তি হয়। গ্রামের বহু সংসার ভেঙে গিয়েছে নেশায় আসক্ত হয়ে। তাই নেশামুক্ত সমাজ গড়তে চিতিডি গ্রামের ষোলো আনা কমিটির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গ্রামবাসীরাও।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 2:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia offbeat News|| মদ খেলেই ঘটে সাংঘাতিক কাণ্ড! পুরুলিয়ার এই গ্রামে অবাক করা রীতি, জানলে আঁতকে উঠবেন নিশ্চিত