৫৭ জন তৃণমূল কর্মী জখম হয় ও ১ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়। জানা গিয়েছে , পুরুলিয়ার বান্দোয়ান থেকে তৃণমূল সমর্থকদের নিয়ে একটি বাস কলকাতার শহীদ সমাবেশে গিয়েছিলেন। সেখান থেকেই ফেরার পথে ৬০ নম্বর জাতীয় সড়কের খড়্গপুরের রূপনারায়নপুর কাছে একটি টার্নিং-এ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি নয়ানজুলিতে। ঘটনায় বাসে থাকা যাত্রীরা যখম হন। তাঁদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: ২১-শে জুলাই মমতার ডাকে সবাই এলেও, ওরা আসেনি! যা ঘটল এই জেলায়! জানুন
সেইখানে মৃত্যু হয় বছর ৩০-এর বিকাশ টুডু নামে এক যুবকের। মৃত যুবকের বাড়ি পুরুলিয়ার বাড়ি বান্দোয়ান থানার ধডুংরি গ্রামে। পাশাপাশি ঘটনায় ৩৯ জন গুরুতর আহত হয়।
আরও পড়ুন: পুনর্নির্বাচন নিয়ে যা বললেন গ্রামবাসীরা, তা আপনাকেও ভাবাবে!
এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি সৌমেন বেলথড়িয়া বলেন , “সভা থেকে ফেরার পথে বাস উল্টে গিয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। স্থানীয় নেতৃত্বরা দুর্ঘটনাগ্রস্থ কর্মীদের পাশে রয়েছে।” ঘটনায় মৃত তৃণমূল কর্মী বিকাশ টুডুর প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বিভিন্ন সরকারি আধিকারিক-সহ জেলা তৃণমূল নেতৃত্বরা। দুর্ঘটনার কবলে পড়া তৃণমূল কর্মী সমর্থকদের সমস্ত দিক থেকে পাশে থাকতে দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বদের।
শমিষ্ঠা ব্যানার্জি