যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার বাড়ি দিতে হবে। যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে পথ অবরোধ চলবে বলে জানান তারা। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্যা বিলাসী রজক বলেন, গ্রামে বহু যোগ্য ব্যক্তি আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত। তাই এই অবরোধ চলছে। যাতে যোগ্য ব্যক্তিরা বাড়ি পায় সে বিষয়ে বিডিওর সঙ্গে কথা বলা হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ ও ইলু জারগো গ্রাম পঞ্চায়েত প্রধান প্রকাশ চন্দ্র মাহাত।
advertisement
এ বিষয়ে পঞ্চায়েত প্রধান প্রকাশ চন্দ্র মাহাত বলেন, দীর্ঘদিন ধরে এলাকার যোগ্য ব্যক্তিরা বঞ্চিত। তাই ক্ষুব্দ গ্রামবাসীরা পথে নেমে অবরোধ করছে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করছি। প্রতিনিয়তই আবাস যোজনার ঘর পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার পারদ উঠছে তুঙ্গে। রাজ্য জুড়ে চলছে ক্ষোভ-বিক্ষোভ। সমস্ত জল্পনার অবসান কবে ঘটবে? কবে যোগ্যরা নিজেদের অধিকার পাবে সেই দিকেই তাকিয়ে গোটা রাজ্যবাসী।
Sharmistha Banerjee Bairagi