Purulia News: ঘিঞ্জি এলাকা, বাজারে হঠাৎ আগুন-দুর্ঘটনা! রোধ করতে এবার বড় পদক্ষেপ, পুরুলিয়ায় মাঠে নেমে কাজ দমকল-পুলিশ বাহিনীর
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Purulia News: জনবহুল এলাকা পুরুলিয়া শহর। শহরের গুরুত্বপূর্ণ অংশ চকবাজার, হাটের মোড়, চাইবাসা রোড, মধ্যবাজার-সহ বিভিন্ন এলাকা। এখানে গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন দোকান। বহু মানুষের রুটি রুজি নির্ভর করে এই এলাকাগুলিতে।
advertisement
1/6

জনবহুল এলাকা পুরুলিয়া শহর। শহরের গুরুত্বপূর্ণ অংশ চকবাজার, হাটের মোড়, চাইবাসা রোড, মধ্যবাজার-সহ বিভিন্ন এলাকা। এখানে গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন দোকান। বহু মানুষের রুটি রুজি নির্ভর করে এই এলাকাগুলিতে। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/6
যদি হঠাৎ করে জনবহুল এই এলাকায় আগুন লেগে যায় তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের। তাই তাদেরকে সচেতন করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করেছে দমকল বিভাগ। জনসচেতনতা বৃদ্ধি করতে পুরুলিয়ায় অগ্নিনির্বাপক প্রশিক্ষণ দিচ্ছে দমকল বিভাগ ও জেলা পুলিশ।
advertisement
3/6
পুরুলিয়া শহর জুড়ে দমকল বাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ ভাবে মক ড্রিল করা হয়। যার মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠান বা গৃহস্থের বাড়িতে গ্যাস সিলিন্ডার অথবা অন্যান্য কারণে আগুন লাগলে সাধারণ মানুষ প্রাথমিকভাবে কী কী করবে। দমকল বিভাগের কর্মীরা হাতে-কলমে সেই প্রশিক্ষণ দিয়েছেন।
advertisement
4/6
মূলত জনবহুল এলাকাগুলিতে মানুষকে সচেতন করতে এই অভিযান চালানো হয়। যে-কোনও আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে পরিস্থিতি সামলানো যাবে সে বিষয়ে বিস্তর তথ্য তুলে ধরা হয় এই মক ড্রিলে।
advertisement
5/6
পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড,কোর্ট চত্বর, কাপড় গলি, এসবিআই ব্যাঙ্ক মোড়, পিএন ঘোষ রোড-সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এ বিষয়ে দমকল বিভাগের আধিকারিকেরা বলেন, আপাতকালীন সময়ে বড়সড় দুর্ঘটনা এড়ানোর জন্য এই উদ্যোগ।
advertisement
6/6
জনবহুল এলাকায় বহু ক্ষেত্রেই আগুন লেগে গেলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকে। তাই তাদের সচেতন হওয়া খুবই প্রয়োজন। সেই কারণেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দমকল বিভাগ ও পুলিশ। আগামী দিনেও মানুষের পাশে থাকার জন্য এরকম মা ড্রিল করার পরিকল্পনা নিচ্ছে জেলা দমকল বিভাগ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুরুলিয়া শহরের বাসিন্দা অনিন্দ্য চক্রবর্তী। এর ফলে দুর্ঘটনা কিছুটা রোধ করা যাবে এমনটাই মনে করছেন তিনি। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Purulia News: ঘিঞ্জি এলাকা, বাজারে হঠাৎ আগুন-দুর্ঘটনা! রোধ করতে এবার বড় পদক্ষেপ, পুরুলিয়ায় মাঠে নেমে কাজ দমকল-পুলিশ বাহিনীর