আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা জানান, “বর্তমানে রেলওয়ান অ্যাপে আর-ওয়ালেট (R-Wallet) ব্যবহার করে আনরিজার্ভড টিকিট বুকিং করলে যাত্রীরা ৩ শতাংশ বোনাস ক্যাশব্যাক পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আর-ওয়ালেট ছাড়াও ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডসহ অন্যান্য সকল ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করে আনরিজার্ভড টিকিট বুকিং করলে সরাসরি ৩ শতাংশ ছাড় প্রদান করা হবে।”
advertisement
আরও পড়ুনঃ অল্প বয়সেই পাক ধরছে চুলে? বলুন তো কোন ভিটামিন, মিনারেল, খনিজের অভাবে চুল পাকে? জানুন চিকিৎসকের মত
তবে আর-ওয়ালেটের মাধ্যমে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে পূর্বের মতোই ৩ শতাংশ বোনাস ক্যাশব্যাকের সুবিধা বহাল থাকবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। এই বিশেষ ছাড়ের সুবিধা আগামী ১৪ জানুয়ারি ২০২৬ থেকে ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময়কালে যাত্রীদের প্রতিক্রিয়া ও ব্যবহারিক অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে এই পরিকল্পনা চালু রাখা বা সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের যাত্রীদের এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, ডিজিটাল মাধ্যমে টিকিট বুকিং গ্রহণ করে সময় সাশ্রয় ও ভিড় এড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে। আদ্রা ডিভিশনের রেল প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, এই উদ্যোগের বিষয়ে বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে, যাতে সর্বাধিক সংখ্যক যাত্রী এই ডিজিটাল সুবিধার আওতায় আসতে পারেন।






