Ground Frost: শীতের ভোরে পুরুলিয়ায় বরফ? ঝালদা-বান্দোয়ানে দেখা মিলল অদ্ভুত দৃশ্যের! আসলে কী জানা গেল?
- Published by:Soumendu Chakraborty
- local18
Last Updated:
শীতের ভোরে পুরুলিয়ায় বরফ? ঝালদা-বান্দোয়ানে দেখা মিলল অদ্ভুত দৃশ্যের! আসলে কী জানা গেল?
পুরুলিয়া: গত কয়েকদিনে পুরুলিয়ার ঝালদার বেগুনকোদর এবং বান্দোয়ানে দেখা পাওয়া গেল বরফের। কিন্তু, এটাকে বরফ বা তুষারপাত নয় ‘ভূমি তুহিন’বা ground frost বলা হয়। মূলত, গত কয়েক দিন ভোরে দিকে বেগুনকোদরে খড়ের উপর দেখা মিলেছে তুষার কণার। একে বলা হয় ভূমি তুষার বা গ্রাউন্ড ফ্রস্ট বা ভূমি তুহিন। এর কারন প্রসঙ্গে পুরুলিয়ার সিধু কানহো বিরসা বিশ্ব বিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক বিশ্বজিৎ বেরা বলেন, “সংশ্লিষ্ট এলাকার বায়ুমণ্ডলে কিছুগুলি বিষয় এক হয়ে গেলে ‘গ্রাউণ্ড ফ্রস্ট বা ভূমি তুহিন’ দেখা যেতে পারে।
সাধারণত পাহাড়ি এলাকায় এটি দেখা যায়। এছাড়া প্রয়োজন হয় বায়ু প্রবাহের গতি প্রায় স্তব্ধ থাকা, পরিস্কার মেঘমুক্ত আকাশ, শীতের দীর্ঘ রাত, ভূমি ভাগে আর্দ্রতা।”
আরও জানা যায়, এই ক্ষেত্রে সন্ধ্যের পর থেকে ভূমি ভাগ লং ওয়েভ তাপ বিকিরণ করে। এই সময় ডিউ পয়েন্টে তাপমাত্রা নেমে যায়। এর ফলে জলীয় বাষ্প বা ভেপার থেকে ফ্রস্ট বা তুহিন দেখা যায়। যে পদ্ধতিতে এটি হয় তাকে বলা হয় ঊর্ধ্ব পাতন বা সাব লিমেশন। এখানে জলীয় বাষ্প সরাসরি আইস ক্রিস্টালে পরিণত হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 11, 2026 12:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ground Frost: শীতের ভোরে পুরুলিয়ায় বরফ? ঝালদা-বান্দোয়ানে দেখা মিলল অদ্ভুত দৃশ্যের! আসলে কী জানা গেল?








