Tusu Festival: বংশপরম্পরায় টুসু সাজিয়ে রেকর্ড গড়ছেন কাশীপুরের শিল্পীরা, একবার দেখলে চোখ ফেরানো দায়!

Last Updated:

Purulia Tusu Festival: আজও আধুনিকতার প্রভাব এড়িয়ে প্রাচীন রীতিনীতি ও লোকাচার মেনেই গ্রামের শিল্পীরা টুসু নির্মাণ করে চলেছেন।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার ঐতিহ্যবাহী টুসু চৌডল তৈরিতে ব্যস্ত শিল্পীরা

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া তথা জঙ্গলমহলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকউৎসব টুসু উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি, তোড়জোড়। এই উৎসব পুরুলিয়ার সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বিশেষ করে কাশীপুর ব্লকের লাইকডি গ্রামের বাসিন্দারা বংশপরম্পরায় টুসু চৌডল নির্মাণের সঙ্গে যুক্ত থেকে এই ঐতিহ্যকে আজও জীবন্ত করে রেখেছেন।
পাঠ ও বাঁশের কুচি দিয়ে প্রথমে চৌডলের কাঠামো তৈরি করা হয়। এরপর কাগজ, রং ও নানা লোকজ নকশার মাধ্যমে তা নিপুণভাবে সাজিয়ে তোলা হয়। এই চৌডল নির্মাণ শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, বরং গ্রামীণ জীবনের সরলতা, সৌন্দর্য ও লোকবিশ্বাসের এক অনন্য প্রকাশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই শিল্পচর্চা আজ তাঁদের কাছে কেবল জীবিকার উৎস নয়।
advertisement
আরও পড়ুন: দারিদ্র্যকে বুড়ো আঙুল দেখিয়ে জেলা জয়, অন্যের জুতো ধার করে বাজিমাত! ছোট্ট মেয়ের লড়াই দেখে চোখে জল আসবে
এই উৎসব একইসঙ্গে লোকসংস্কৃতির প্রতি গভীর ভালবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতীক। লাইকডি গ্রামের টুসু চৌডল কারিগর রাহুল যোগী ও পরান বাউরি জানান, “পুরুলিয়ার এই ঐতিহ্য আমাদের পূর্বপুরুষেরা ধরে রেখে গিয়েছেন। আমরাও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। বাড়িতেই চৌডল তৈরি করে আমরা বাজারে বিক্রি করি, আর এর চাহিদাও যথেষ্ট ভাল।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের নিপুণ হাতে তৈরি টুসু চৌডলে স্পষ্টভাবে ফুটে ওঠে গ্রামীণ জীবনের সরলতা, সৌন্দর্য ও মানুষের বিশ্বাসের গভীরতা। আজও আধুনিকতার প্রভাব এড়িয়ে প্রাচীন রীতিনীতি ও লোকাচার মেনেই গ্রামের শিল্পীরা টুসু নির্মাণ করে চলেছেন। তাঁদের নিষ্ঠা, পরিশ্রম ও ঐতিহ্যরক্ষার এই নিরলস প্রয়াস পুরুলিয়ার লোকসংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tusu Festival: বংশপরম্পরায় টুসু সাজিয়ে রেকর্ড গড়ছেন কাশীপুরের শিল্পীরা, একবার দেখলে চোখ ফেরানো দায়!
Next Article
advertisement
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর
  • তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ !

  • মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল?

  • পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর

VIEW MORE
advertisement
advertisement