পুরুলিয়ার ঝালদা-২ ব্লকের গোঠরি গ্রামে একটিও নলকূপ নেই। তাই বছরের পর বছর ধরে এইভাবেই নদীর জল সংগ্রহ করে তা পান করে আসছে এখানকার মানুষ। জল সংগ্রহের এই সংগ্রামের দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।
advertisement
শিশু থেকে বৃদ্ধ গোঠরি গ্রামের সকলেই এইভাবে পানীয় জল সংগ্রহ করতে ছোটেন। গ্রামবাসীরা জানালেন, প্রতিদিন সকালে ও বিকেলে নদীর বালি সরিয়ে গর্ত করে জল বার করে সেই জল সংগ্রহ করতে হয় তাঁদের। অভিযোগ, বারবার গ্রামের পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানকে জানিয়েও এই সমস্যার সুরাহা হয়নি। বর্ষার সময় এইভাবে পানীয় জল সংগ্রহ করতে সবচেয়ে বেশি সমস্যা হয় বলে জানা গিয়েছে। কারণ সেই সময়ে চারিদিকে জল থৈ থৈ করে বলে নদীর বালি কেটে স্বচ্ছ জল পাওয়াটা বেশ কঠিন হয়ে ওঠে। গোঠরি গ্রামের মানুষের একটাই বক্তব্য, আর কতদিন এইভাবে জলের জন্য তাঁদের সংগ্রাম করে যেতে হবে।
পুরুলিয়া খবর | Latest Purulia News
শর্মিষ্ঠা ব্যানার্জি