TRENDING:

Purulia News: নদীর ভেঙে যাওয়া গার্ডওয়াল সারাই শুরু হওয়ায় খুশি ঝালদার মানুষ

Last Updated:

পুরুলিয়ার দরদা পঞ্চায়েতের ঝালদা-গোপালপুর রাস্তার গুরুত্বপূর্ণ অংশ এই গার্ড‌ওয়াল। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে বহু মানুষ চলাচল করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: গত বর্ষায় ঝালদার শালদহ নদীর গার্ডওয়াল ভেঙে গিয়েছিল। তার আগে এলাকার বহু মানুষ এই গার্ড‌ওয়াল বা সেতুর উপর দিয়েই যাতায়াত করতেন। এতদিন সেই গার্ড‌ওয়াল সংস্কার না হওয়ায় বিপদের আশঙ্কায় ভুগছিল এলাকাবাসী। অবশেষে তাঁদের স্বস্তি দিয়ে শালদহ নদীর গার্ড‌ওয়াল মেরামতির কাজ শুরু হল।
advertisement

ঝালদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই গার্ডওয়ালটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়। এর জন্য প্রায় সাড়ে আট লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে সেই কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: চারটি গ্রামের মানুষের যাতায়াতের একটাই রাস্তা, তাও বেহাল! প্রতিবাদে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

পুরুলিয়ার দরদা পঞ্চায়েতের ঝালদা-গোপালপুর রাস্তার গুরুত্বপূর্ণ অংশ এই গার্ড‌ওয়াল। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে বহু মানুষ চলাচল করে। ‌গোপালপুর সহ আরও বেশ কয়েকটি গ্রামের সঙ্গে ঝালদার যোগাযোগের প্রধান মাধ্যম গার্ড‌ওয়ালের উপরের এই রাস্তাটি। অবশেষে সেই রাস্তা সারাইয়ের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ। এই বিষয়ে ঝালদা-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ সুলেমান বলেন, এই সেতুর উপর দিয়ে প্রতিনিয়ত যানবাহন সহ বহু মানুষে যাতায়াত করে থাকেন। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র নোরাহারা জলধারে এই রাস্তার উপর দিয়েই যেতে হয়। তাই তড়িঘড়ি সেতুর গার্ডওয়াল মেরামতির কাজ শুরু করা হল। এতে বর্ষাকালে বন্যার আশঙ্কা থেকে রক্ষা পাবেন এলাকাবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: নদীর ভেঙে যাওয়া গার্ডওয়াল সারাই শুরু হওয়ায় খুশি ঝালদার মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল